বিজ্ঞাপন

বার নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে: মওদুদ

March 23, 2018 | 2:48 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: সুপ্রিমকোর্ট বার আইনজীবী সমিতির নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) এ সভা আয়োজন করে।

বিজ্ঞাপন

মওদুদ আহমদ বলেন, ‘সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে কিন্তু জিততে পারেনি। এবারের নির্বাচন আমাদের জন্য সাংঘাতিক তাৎপর্যপূর্ণ ছিল। সরকারের জন্যও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের প্রভাবশালী নেতারা চেষ্টা করেছেন নির্বাচনের হাওয়া ওল্টাতে এবং জয়লাভ করতে; কিন্তু পারেননি।’

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি ৭৫ শতাংশ আসন পাবে। আর আওয়ামী লীগ পাবে ২৫ শতাংশ— এটাই হল সত্যিকারের জনমত’— বলেন মওদুদ।

‘যেখানে গণতন্ত্র ও ন্যায় বিচার নেই সেখানে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন’— এমন মন্তব্য করে তিনি  বলেন, ‘আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই, নির্বাচিত সংসদ নেই অথচ তকমা লাগানো হয়েছে উন্নয়নশীল দেশের। আসলে উন্নয়নশীল দেশের এ তকমা অর্থহীন। এমন উন্নয়নে দেশের মানুষ কোনোভাবে সম্পৃক্ত হতে চায় না। কারণ গণতন্ত্র ছাড়া কখনও সত্যিকারের  উন্নয়ন সম্ভব নয়।’

বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় থাকলে আরও ৭/৮ বছর আগে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়া যেত দাবি করে মওদুদ বলেন,  ‘এই সরকারের লুটপাট, দুর্নীতি আর কুশাসনের ফলে এই স্বীকুতি পেতে বিলম্ব হয়েছে। এ স্বীকৃতিতে সরকারের কোন অবদান নেই।’

তিনি বলেন, ‘আমরা এখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। একটা সময় আসবে যদি এই সরকার সমঝোতায় না আসে তখন রাজপথ ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না।’

জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ারের সভাপতিত্বে এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রতমাতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন