বিজ্ঞাপন

বিজয়ের দিনে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহতের শপথ

December 16, 2018 | 1:42 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: নয় মাসের যুদ্ধ শেষে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনার দিন মহান বিজয় দিবসের সকালে মানুষের ঢল নেমেছিল চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ বেদিতে দাঁড়িয়ে বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহতের শপথের কথা জানিয়েছেন দেশ-মাতৃকার সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা।

রোববার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর থেকেই শহীদ মিনারের আশপাশে জড়ো হতে শুরু করেন সাধারণ মানুষ। সকাল ৭টায় নগর পুলিশের একটি চৌকস দলের ‘গার্ড অব অনারের’ মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরও পড়ুন: লাল-সবুজের শোভাযাত্রা

বিজয় দিবস, চট্টগ্রাম

বিজ্ঞাপন

এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিজয় দিবস, চট্টগ্রাম

বিজ্ঞাপন

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে নগর কমিটির নেতারা শহীদ মিনারে ফুল দেন। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ নেতারা বিজয়ের মাসে দেশবিরোধী অপশক্তিকে পরাজিত করে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবার দৃঢ় প্রত্যয়ের কথা জানান।

বিজয় দিবস, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেওয়া না হলেও তারা বিশাল বিজয় মিছিল বের করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানসহ কয়েক’শ নেতাকর্মী এতে অংশ নেন। দীর্ঘদিন পর বিএনপির এই শোডাউনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহার নেতৃত্বে দলটির নেতাকর্মীরা, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। বিকেল ৩টায় সিপিবি তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে লাল পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

বিজয় দিবস, চট্টগ্রাম

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি ডা.চন্দন দাশের নেতৃত্বে সংগঠনটি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। নগরীর চেরাগির মোড়ে চলছে উদীচীর ‘মুক্তিযুদ্ধের আলোকচিত্র’ প্রদর্শনী। বিকেলে একই স্থানে মুক্তিযুদ্ধের গণসঙ্গীত পরিবেশনের আয়োজন করেছে।

বিজয় দিবস, চট্টগ্রাম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক শরীফ চৌহানের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, মহিলা সমিতি, আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিজয় দিবস, চট্টগ্রাম

শ্রদ্ধা জানাতে আসা শহীদ পরিবারের সন্তান কলেজ শিক্ষক মো. আবদুল্লাহ আল মামুন সারাবাংলাকে বলেন, ‘মুক্তিযুদ্ধে রাউজানে আমাদের পরিবারের দু’জন সদস্যকে আমরা হারিয়েছি। এর চেয়েও বড় কষ্ট পেয়েছিলাম তখন, যখন সেই ঘাতকদের দোসরদের রাষ্ট্রক্ষমতায় যেতে দেখেছিলাম, মন্ত্রী-এমপি হতে দেখেছিলাম। আমরা আর সেই দিনগুলোতে ফিরে যেতে চাই না।’

সঙ্গীতশিল্পী অপর্ণা চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘বিজয়ের মাসে আমাদের শপথ নিতে হবে। আমরা স্বাধীনতা বিরোধী শক্তিকে রাষ্ট্রক্ষমতায়, রাজনৈতিক দলের মধ্যে, সংসদে কোথাও দেখতে চাই না।’

এদিকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠান।

সারাবাংলা/আরডি/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন