বিজ্ঞাপন

বিজয়ে বিনয়ী হোন, যাতে মানুষ ভালোবাসে: তথ্যমন্ত্রী

January 18, 2019 | 7:40 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কাঁধে দায়িত্ব এলে বিনয়ী ও নম্র হতে হয়, বিজয়ীর আচরণ যেন কারো বিরক্তির কারণ না হয়। বিজয়ের পর যেভাবে আমরা নেত্রীর নির্দেশ মেনে চলেছি, তা বজায় রাখতে হবে। মানুষ যেন আমাদের ভালোবাসে, আবারো দায়িত্ব দেয়, সে জন্য আমাদের দায়িত্ববান হতে হবে।’

শুক্রবার সকালে রাজধানীর ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার (১৯ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় বিএনপির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিল। নৌকায় ভোট দেওয়ার অপরাধে ৮ বছরের শিশুকেও ধর্ষণ করা হয়েছিল, গ্রামছাড়া হয়েছিল বহু পরিবার। আর টানা তৃতীয়বার বিজয়ী হয়েও আওয়ামী লীগ বিজয়োৎসব করেনি।’

বিজ্ঞাপন

‘আমাদের শনিবারের সমাবেশ বিজয় সমাবেশ, উৎসব নয়; সমাবেশ বর্ণিল কিন্তু সুশৃঙ্খল হবে; নেত্রীর বক্তব্য শেষ হওয়া পর্যন্ত সবাই উপস্থিত থাকব’, নেতাকর্মীদের উদ্দেশে বলেন ড. হাছান মাহমুদ।

মন্ত্রী এসময় দেশের বিস্ময়কর উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বিমান থেকে এদেশের ফ্লাইওভার আর গগনচুম্বী অট্টালিকা দেখে ইউরোপের মত মনে হয়, হাতিরঝিলের সৌন্দর্য মনে করিয়ে দেয় প্যারিসের কথা, গ্রামে আর কুঁড়েঘর পাওয়া যায় না, হারিকেন আজ স্মৃতির অংশ। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে এদেশ আজ বদলে যাওয়া বাংলাদেশ।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন