বিজ্ঞাপন

বিদেশি কোচে এশিয়ান গেমস মিশন!

February 25, 2018 | 10:01 pm

জাহিদ-ই-হাসান, স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: দেশ সেরা কোচ মাহবুব হারুনের নেতৃত্বে ওমানে এশিয়ান গেমসের বাছাইপর্বের প্রস্তুতি চলছে। তিন-চারদিনের মধ্যে ওমানের উদ্দেশে ঢাকাও ত্যাগ করবে জিমি-চয়নরা। বাছাইপর্ব শেষে চার মাস পর ইন্দোনেশিয়ায় বসবে টুর্নামেন্টের মূল পর্ব। বাছাইপর্বে সহজ প্রতিপক্ষ হয়তো বাহফের দৃষ্টি মূল পর্বে।

ইন্দোনেশিয়ায় আগস্টে শুরু হবে মূল পর্ব। বাংলাদেশ সেই পর্বে টিকিট নিশ্চিত করবে অন্তত বাছাইপর্বের অসীম-আশরাফুলদের গ্রুপ দেখে ঠাওর করা যায়। তারপরেই দলকে মূলপর্বে নিয়ে ডাগ আউটে বিদেশি কোচ চায় বাহফে। বিদেশি কোচের আওতাধীনে এশিয়ান গেমসের মূলপর্বে অংশ নিতে চায় ফেডারেশন।

এমনই একটি প্রস্তাব দিয়েছেন বাহফের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এহসান রানা। গভার্নিং বোর্ডের বৈঠকে এমন প্রস্তাব করেন জাতীয় দলের এই সমন্বয়ক।

বিজ্ঞাপন

‘আমাদের কোচিং স্টাফ বাড়ানো খুব জরুরি। ব্যক্তিগতভাবে মনে করি কোচিং স্টাফ বাড়ানো দরকার। যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা আলাদা করে কোচ আমাদের প্রয়োজন। এশিয়ান গেমসে একজন ভালো কোচ লাগবে।’-এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন রানা।

প্রস্তাবনায় বাকী সদস্যদেরও মত অভিন্ন এমনটাই জানালেন তিনি, ‘সকলের ইচ্ছা আছে এশিয়ান গেমসের আগে আমরা একটা কোচ আনবো।’ তা যদি হয় তাহলে বাছাইপর্বের মধ্যেই বিদেশি কোচের সন্ধানে মাঠে নামছে দেশের হকির সর্বোচ্চ ফেডারেশন।

৮ থেকে ১৭ মার্চ ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাই। ৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় বসবে এশিয়ান গেমসের ১৮তম আসর।

বিজ্ঞাপন

৮ মার্চ বাছাইপর্ব শুরু হলেও বাংলাদেশ প্রথম মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে ৯ মার্চ। ১০ মার্চ প্রতিপক্ষ থাইল্যান্ড, ১২ মার্চ হংকং এবং ১৩ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

চূড়ান্ত দল:

গোলরক্ষক: অসীম গোপ, আবু সাইদ নিপ্পন

রক্ষণভাগ: খোরশাদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, মোহাম্মদ আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মামুনুর রহমান চয়ন

বিজ্ঞাপন

মধ্যভাগ: মোহাম্মদ সাওয়ার হোসেন, মোহাম্মদ রুম্মন সরকার, হাসান জুবায়ের নিলয়, নাইম উদ্দীন, মোহাম্মদ ফজলে হোসেইন রাব্বী, রেজাউল করিম বাবু

আক্রমণভাগ: রাশেদ মাহমুদ জিমি, মিলন হোসেন, মোহাম্মদ মাইনুল ইসলাম কৌশিক, মোহাম্মদ আরশাদ হোসেইন, দীন ইসলাম ইমন

স্টান্ড বাই: বিপ্লব কুজুর (গোলরক্ষক), মনোজ বাবু (রক্ষণ), মোহাম্মদ মাহবুব হোসেইন (মধ্যভাগ), মোহাম্মদ মহসীন (আক্রমণ)

বাংলাদেশের ম্যাচের সময়সুচী
তারিখ           সময়    প্রতিপক্ষ
৯   মার্চ         ৪:০০   আফগানিস্তান
১০ মার্চ         ৬:০০   থাইল্যান্ড
১২ মার্চ         ৪:০০   হংকং
১৩ মার্চ         ৪:০০   ইন্দোনেশিয়া

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন