বিজ্ঞাপন

বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় লাইনম্যানের মৃত্যু

July 18, 2018 | 7:31 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত হাসান আলী (৩০) লাইন ম্যান হিসেবে কাজ করতেন।

বুধবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা সদরের বাজারদিঘী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২ টার দিকে বগুড়া-নওগাঁ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ঠিকাদারের আওতায় বাজারদিঘী এলাকার ১৩২ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করছিলেন হাসান আলী। এসময় অসাবধানতার বশে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

বিজ্ঞাপন

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর অন্য লাইনম্যানরা দ্রুত হাসান আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

হাসান আলী মানিকগঞ্জ জেলার গিওর পেচারকান্দি গ্রামের কলমুদ্দিনের ছেলে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন