বিজ্ঞাপন

বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল টাঙ্গাইলের ৩ হাজার মানুষ

February 22, 2019 | 3:32 am

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

প্রায় তিন হাজার সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা/নিরীক্ষা ও ঔষধ সরবরাহ করছে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।

প্রতিবারের মতো এবারও ব্যাতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ক্যাম্পস। গত ১৪ বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও টাঙ্গাইল জেলার সখিপুর থানার হাতিবান্ধা গ্রামে তালিমঘর প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প’ এর মাধ্যমে অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

আগে থেকে নিবন্ধন করা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা প্রায় ৩০০০ জন রোগীকে এ দিন চিকিৎসা সেবা দেন ঢাকা থেকে যাওয়া প্রায় ৩৫-৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার।

বিজ্ঞাপন

দেশের শীর্ষস্থানীয় কিডনি বিশেষজ্ঞ এবং ক্যাম্পস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত দিনব্যাপি এই কর্মসূচীর অংশ হিসেবে ‘সুস্থ কিডনি সবার জন্য সর্বত্র’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

টাঙ্গাইল এর জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ক্যাম্পস এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সখিপুরবাসী ভাগ্যবান এই জন্য যে, তারা অধ্যাপক ডা. এম এ সামাদ এর মতো একজন দেশপ্রেমিক সমাজসেবক পেয়েছেন। আমাদের দেশে জটিল রোগ ও রোগীর সংখ্যা বেড়েই চলেছে তাই চিকিৎসার চেয়ে, রোগ প্রতিরোধের দিকে গুরুত্ব বেশি দিতে হবে।’

ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে যাওয়া রোগীদের ১০ দিন আগে থেকে কিডনি রোগ নির্ণয়ের জন্য রক্ত, প্রস্রাব, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফিসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয় এবং ২১শে ফেব্রুয়ারি তাদের চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়াসহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়াও ৩০০ এর বেশি চোখের রোগিদের চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়।

আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মজিবর রহমান।

বিজ্ঞাপন

আলোচনা সভায় কিডনি বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পস এর সভাপতি ও বিআরবি হাসপাতালস লিমিটেড এর চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদ। এবছরের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্যর আলোকে তিনি বলেন, ‘সর্বোপরি ক্রমবর্ধমান কিডনি রোগের প্রাদূর্ভাব নিয়ন্ত্রণে সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ ও কর্মসূচি প্রণয়ন করতে হবে এবং সরকারি তত্ত্বাবধানে তা বাস্তবায়ন করতে হবে।’

ডা. এম এ সামাদ বলেন, বর্তমান যুগের সবচেয়ে ক্ষতিকর রোগ হল ডায়াবেটিস। ডায়াবেটিস নিরবে দেহের মধ্যে বাসাবাঁধে বিভিন্ন মরণঘাতী অসংক্রামক ব্যাধির জন্ম দেয়। বাংলাদেশে প্রায় ৮০ লাখ লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত। আমাদের অসচেতনতা ও সুস্থ জীবনধারা মেনে না চলার জন্য দিন দিন এ রোগের প্রাদূর্ভাব বেড়েই চলেছে।

সভার প্রধান অতিথি জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) বলেন, ‘এ ধরনের মানবিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের প্রত্যেকে আমরা ক্যাম্পস এর মতো মানবিক কর্মকাণ্ডে নিজেদের সাধ্য মতো অবদান রাখা উচিত। তিব্যক্তি উদ্যোগে আয়োজিত এসব স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ডে সরকারি ও বিত্তবান শ্রেণির মানুষদের সহযোগিতা খুব জরুরি।’

বিশেষ অতিথির বক্তব্যে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, দেশে যেহেতু দরিদ্র মানুষের সংখ্যা বেশি, তাই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রয়োজনীয়তাও বেশি। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে ক্যাম্পস একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই মডেল অনুসরণ করে অন্যান্য বেসরকারি সংস্থা এগিয়ে আসলে দরিদ্র রোগিরা উপকৃত হবেন।

এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শরীফ হোসেন খান, সিভিল সার্জন টাঙ্গাইল, গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট টিম, আশফাকুর রহমান এমজেএফ, ডিস্ট্রিক্ট গভর্নর, ডিস্ট্রিক্ট-৩১৫বি২, বাংলাদেশ, আলহাজ্ব শওকত সিকদার, চেয়ারম্যান, সখিপুর উপজেলা পরিষদ।

সারাবাংলা/এসএমএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন