বিজ্ঞাপন

বিনোদনের উদ্দেশ্যে গাঁজা সেবনের অনুমতি

January 1, 2018 | 7:25 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

গাঁজা সেবনের অনুমতি পেলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। তবে সেটা হতে হবে পরিমিত মাত্রায়।

নতুন বছরের শুরু থেকেই ২১ বছর বা তার বেশি বয়সীরা বিনোদনের উদ্দেশ্যে এক আউন্স (২৮ গ্রাম) পরিমাণে গাঁজা সেবন ও নিজের বাড়ির আঙিনায় ৬টি গাঁজার গাছ লাগাতে পারবেন।

অবশ্য সমালোচকরা বলছেন ভিন্ন কথা তাদের মতে, এই আইনের সুযোগ নিয়ে তরুণ-তরুণীরা অধিক হারে গাঁজা সেবনে উদ্বুদ্ধ হতে পারে।

বিজ্ঞাপন

তবে ব্যবসায়ীরা এটাকে উদীয়মান সেক্টর হিসেবে দেখছে। অনুমান করা হচ্ছে, আগামী বছরে এই ব্যবসা কয়েক হাজার বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

বর্তমানে ক্যালিফোর্নিয়াতে ৫ বিলিয়ন ডলারের অবৈধ গাঁজার ব্যবসা রয়েছে। তবে গাঁজার বাজার বৈধ হওয়ার পর বছর ঘুরতে না ঘুরতেই তা ৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে অনুমান করছেন বাজার বিশ্লেষকের।

অপরদিকে প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি নতুন ধরণের এ বাজার থেকে স্থানীয় সরকার প্রতি বছর আয় করবে প্রায় এক বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

তবে বিভিন্ন রাজ্যে সীমিত পরিমাণে গাঁজা সেবনের অনুমতি থাকলেও কেন্দ্রীয় সরকার এখনো গাজাকে অবৈধ পণ্য হিসেবেই বিবেচনা করে। যদিও চিকিৎসার জন্য ব্যবহারে কোন প্রকার বাধা নেয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও।

সারাবাংলা/এসআর/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন