বিজ্ঞাপন

বিপথগামী ঝড়ের দিনে

June 2, 2018 | 11:07 am

 ।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

জ্যৈষ্ঠের আজ ১৯ তম দিন। লঘুচাপের চাপে জ্যৈষ্ঠের গরম আবার বিদায় নিয়েছে, আজ গতকালের চেয়ে গরম আরও কম। সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

বিহারে তৈরি হওয়া পশ্চিমা লঘুচাপটিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু লক্ষ্যচ্যুত করে দিয়েছে। এখন আজকের ঝড়টা তাই আগের মতো শক্তিশালী নাই। তবুও ঝড়টা আসবে। দুপুরে বা বিকালে অথবা দুই বেলাতেই আসতে পারে।

বৃষ্টির কারণে বাতাসের আর্দ্রতা বেশ বেশি। আবার আকাশে মেঘ আছে, তাই ঘামে সারাদিন খুব কষ্ট পেতে হবে।

সূর্য আবার নিজ রাজত্ব ফিরে পেতে পরশুদিন লেগে যাবে। এতদিন পর্যন্ত মেঘের সঙ্গে লড়ে যেতে হবে আর কি!

বিজ্ঞাপন

নিরাপদে কাটুক আজ সারাদিন।

সারাবাংলা/এমএ/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন