বিজ্ঞাপন

বিবিসি’র প্রতিবেদন এক চোখা : ইনু

March 24, 2018 | 6:11 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।। 

বিজ্ঞাপন

কুষ্টিয়া :  ‘বাংলাদেশ নতুন পাঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায়’ জার্মান পরিসংখ্যানের তথ্য ধরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনকে এক চোখা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার (২৪ মার্চ) বেলা তিনটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেখানে সবুজ কলি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

ওই প্রতিবেদন বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের যে উন্নয়ন তা সারাবিশ্ব দেখেছে। কেবল চোখে ছানি থাকায় বিএনপি সে উন্নয়ন দেখল না। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, সংবিধান অনুযায়ী সভা-সমাবেশের অধিকার এখানে রয়েছে। গণমাধ্যমের প্রচার-বিকাশ ঘটেছে। সরকার কোনো স্বৈরাচার বা স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডে নেই। বিবিসি যে প্রতিবেদন দিয়েছে তা একচোখা।’

বিজ্ঞাপন

‘সরকার অন্তর্ঘাত, নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।’

ইনু বলেন, ‘বাংলাদেশে অস্বাভাবিক, অসাংবিধানিক, ভূতের সরকার তৈরির অন্তর্ঘাতমূলক চেষ্টা করছে একটি মহল। তারা চিহ্নিত, তারা বিএনপি এবং খালেদা জিয়া।’

তিনি বলেন, ‘বিবিসির প্রতিবেদনে যাই বলুক না কেন তারা এক চোখা প্রতিবেদন দিয়েছে। তারা সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ খালেদা জিয়ার কর্মকাণ্ডকে আড়াল করে িজঙ্গিবাদ দমনের ঘটনাকে অন্যভাবে চিত্রিত করেছে।  এটা ঠিক না।’

বিজ্ঞাপন

‘দেশে সুশাসন পায়ের তলায় পিষ্ট হচ্ছে’ বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, পুরো বিশ্ব বাংলাদেশের চমৎকার উন্নয়ন দেখল, আর চোখে ছানি পড়ার কারণে বিএনপি এই উন্নয়ন দেখতে পারল না।’

অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, নারী জোটের আহ্বায়ক তথ্যমন্ত্রীর স্ত্রী আফরোজা হক রীনা বক্তব্য রাখেন।

সারাবাংলা/টিএম/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন