বিজ্ঞাপন

বিভিন্ন জেলায় শিক্ষকদের কর্মসূচি

January 23, 2018 | 5:38 pm

ডেস্ক রিপোর্ট

বিজ্ঞাপন

ঢাকা : দেশজুড়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা)  শিক্ষক-কর্মচারীরা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নবম দিনের মতো আমরণ অনশন করেছেন। সেই আন্দোলনের অংশ হিসাবে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জন করাসহ নানা ধরনের কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বিস্তারিত জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে

গোপালগঞ্জ

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গোপালগঞ্জের শিক্ষক, কর্মচারীরা মানববন্ধন করেছে। স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে শিক্ষক-কর্মচারীরা প্রায় ঘণ্টাব্যাপী এ মানবন্ধন করেন।

বিজ্ঞাপন

গাইবান্ধা

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা। শহরের ডিবি রোডে বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলার শাখার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে জেলার ৭ উপজেলার সকল শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন শেষে আগামী মাসের মধ্য জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জামালপুর

শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বানে সারা দেশের জামালপুরের কর্মবিরতি পালন করছে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজ সকাল থেকে বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত হলেও কোনো ক্লাস নিচ্ছেন না।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কর্মবিরতিতে থাকা শিক্ষকরা বলছেন আজ ২৩ জানুয়ারি থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত টানা কর্মবিরতি চলবে। সরকার দাবি না মানলে আরো বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার কথাও বলছেন শিক্ষকরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলছেন, বিদ্যালয়ে এসে তারা কর্মবিরতির কথা জানতে পেরেছে। ক্লাস না নেওয়া তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।

লক্ষ্মীপুর 

শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষে ৯টি শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির যৌথ আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বেসরকারি মাধ্যমিক স্কুলের  শিক্ষকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছে। কয়েকটি স্কুলে সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলগুলোতে শিক্ষকরা কোনো ক্লাস নিচ্ছেন না।

জেলার ১৭৫টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলে এ কর্মবিরতি চলছে।

লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন জানান, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরেও আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের এ আন্দোলন ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

সিলেট

চাকরি জাতীয়করণের দাবিতে সিলেটে সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালনকালে শিক্ষকরা দাবি পূরণের জন্য সরকারের সহযোগিতা কামনা করে বক্তব্য দেন।

সারাবাংলা/আরসি/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন