বিজ্ঞাপন

বিশেষ চুক্তিতে ইইউ’র বাজারে থাকতে পারে যুক্তরাজ্য

January 20, 2018 | 7:57 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

ব্রেক্সিট বাস্তবায়িত হওয়ার পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল বাজার হারাতে হয়েছে যুক্তরাজ্যের। তবে দেশটি ইইউ’র সঙ্গে বিশেষ বাণিজ্য চুক্তির সুযোগ পেতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখ। তবে ইইউ’র নির্ধারিত নিয়ম মেনে নেওয়া ছাড়া ইউনিয়নের একক বাজারে পূর্ণ প্রবেশাধিকার পাবে না বলে সতর্ক করেছেন তিনি।

বিবিসির প্রতিনিধি এন্ড্রু মারকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন ম্যাঁখ।

তিনি বলেন, ইইউ ত্যাগ করার পরে বাজারে প্রবেশের ব্যাপারে যুক্তরাজ্য যেমন খুশি তেমন পছন্দ করার সুযোগ পেতে পারে না।
প্রেসিডেন্ট ম্যাঁখর বক্তব্য এমন এক সময় এসেছে যখন তিনি ব্রিটেনে তার প্রথম সফর করছেন। এ সফরে প্রধান মন্ত্রী থেরেসা মের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

বিজ্ঞাপন

এন্ড্রু মারকে দেওয়া ওই সাক্ষাতকারে ম্যাঁখ বলেন, যুক্তরাজ্য ইইউ এর বাজারে প্রবেশ করতে পারবে, যদি তারা ইউনিয়নের অন্য নিয়মগুলো মেনে নেয়। নিয়মগুলোর মধ্যে রয়েছে, সমগ্র ইইউ জুড়ে চলাচলের স্বাধীনতা, বাজেটে অবদান রাখা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কোর্টের কর্তৃত্ব মেনে নেওয়া।

‘একটি একক বাজারে যেমন খুশি বেছে নেওয়ার কোন ব্যবস্থা নেয়, তাহলে তা আর একক থাকে না’, বলেন তিনি।

‘যখন সিদ্ধান্ত নিবেন আপনি অন্যান্য শর্ত মেনে নিবেন না, তখনি আপনার প্রবেশাধিকার সংকুচিত হয়ে যায়।’

বিজ্ঞাপন

ইউরোপের বাণিজ্য ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বের হওয়ার জন্য ২০১৬ সালে এক গণভোটের আয়োজন করে। ভোটে ব্রিটিশ জনগণ ইউনিয়ন থেকে বের হওয়ার পক্ষে মতামত দেয়। এরপরই ইইউ’র বাজারে থাকতে পারবে কিনা সে ব্যাপারে আলোচনা শুরু হয়।

সারাবাংলা/এসআরপি/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন