বিজ্ঞাপন

বিশ্বকাপের পর জায়ান্ট ১৮ ক্লাবের লড়াই

April 19, 2018 | 2:24 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ১৫ জুলাই। বিশ্ব মাতবে ফুটবলের এই মেগা ইভেন্টে। বিশ্বযজ্ঞের শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ১৮ ক্লাবের আরেকটি যুদ্ধ। ৮টি দেশ আর ৩টি মহাদেশে হবে রিয়াল, বার্সা, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, রোমা, বায়ার্ন, পিএসজি, আর্সেনালের মতো বড় ক্লাবের ফুটবল যুদ্ধ। আমেরিকা, ইউরোপ আর সিঙ্গাপুরে হবে ম্যাচগুলো।

ষষ্ঠবারের মতো হতে যাওয়া ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ-২০১৮তে স্প্যানিশ জায়ান্ট বার্সা, রিয়াল আমেরিকার মাটিতেও খেলতে যাবে। আরেক জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ খেলতে যাবে সিঙ্গাপুরে। শিকাগোতে খেলতে যাবে এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার জেতা দল ম্যানচেস্টার সিটি। লিগ ওয়ান আর বুন্দেসলিগার চ্যাম্পিয়ন পিএসজি-বায়ার্ন মুখোমুখি হবে অস্ট্রিয়ার মাটিতে।

ক্লাব ফুটবলের এই মহাযজ্ঞ শুরু হবে আগামী ২০ জুলাই, বিশ্বকাপের ফাইনালের ৫ দিন পর। আর শেষ হবে ১২ আগস্ট। জায়ান্ট ক্লাবগুলোর খেলা হবে মোট ২৭টি।

বিজ্ঞাপন

এর মধ্যে লিগের দুই লেগেই লিভারপুলের কাছে হারা ম্যানচেস্টার সিটি প্রতিশোধ নিতে পারবে। লিভারপুলের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার প্রতিশোধ তোলারও সুযোগ থাকছে সিটিজেনদের। নিউ জার্সিতে মুখোমুখি হবে দল দুটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে বিদায় করে দেওয়া রোমার মুখোমুখি হবে কাতালানরা। টেক্সাসে স্প্যানিশদের সুযোগ থাকছে ইতালিয়ান জায়ান্টদের হারিয়ে প্রতিশোধ নেওয়ার।

এদিকে, রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সোম ফাইনালের আগে বিদায় নিতে হয়েছে জুভেন্টাসকে। সেই রিয়ালকে হারানোর সুযোগ পাবে জুভিরা। এই দুই দল খেলবে ল্যান্ডওভারে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের দুই সেমি ফাইনালিস্ট রোমা-রিয়ালও মুখোমুখি হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ-২০১৮তে।

দেখে নেওয়া যাক কে কবে কার বিপক্ষে কোথায় খেলবে:
২০ জুলাই: সেভিয়া-বেনফিকা (জুরিখ)
২১ জুলাই: ম্যানচেস্টার সিটি-ডর্টমুন্ড (শিকাগো)
২১ জুলাই: বায়ার্ন-পিএসজি (ক্ল্যাজেফেনফ্ট)
২২ জুলাই: লিভারপুল-ডর্টমুন্ড (শার্লট)
২৬ জুলাই: অ্যাতলেতিকো-আর্সেনাল (সিঙ্গাপুর)
২৬ জুলাই: জুভেন্টাস-বায়ার্ন (ফিলাডেলফিয়া)
২৬ জুলাই: ডর্টমুন্ড-বেনফিকা (পিটাসবার্গ)
২৬ জুলাই: ম্যানচেস্টার সিটি-লিভারপুল (নিউ জার্সি)
২৬ জুলাই: রোমা-টটেনহ্যাম (সান ডিয়েগো)
২৬ জুলাই: এসি মিলান-ম্যানচেস্টার ইউনাইটেড (পাসডেনা)
২৮ জুলাই: আর্সেনাল-পিএসজি (সিঙ্গাপুর)
২৮ জুলাই: চেলসি-সেভিলা (ওয়ার্সা)
২৮ জুলাই: বেনফিকা-জুভেন্টাস (নিউ জার্সি)
২৮ জুলাই: ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল (অ্যান আর্বর)
২৯ জুলাই: বায়ার্ন-ম্যানচেস্টার সিটি (মিয়ামি)
২৯ জুলাই: বার্সেলোনা-টটেনহ্যাম (পাসডেনা)
৩০ জুলাই: পিএসজি-অ্যাতলেতিকো (সিঙ্গাপুর)
০১ আগস্ট: ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল মাদ্রিদ (মিয়ামি)
০১ আগস্ট: টটেনহ্যাম-এসি মিলান (মিনিয়াপলিস)
০১ আগস্ট: বার্সেলোনা-রোমা (আর্লিংটন)
০১ আগস্ট: চেলসিয়া-ইন্টার মিলান (গোটেনবুর্গ)
০৪ আগস্ট: আর্সেনাল-চেলসি (স্টোকহোম)
০৪ আগস্ট: রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস (ল্যান্ডওভার)
০৫ আগস্ট: এসি মিলান-বার্সেলোনা (স্যান্টা ক্লারা)
০৭ আগস্ট: ইন্টার মিলান-সেভিয়া (লিস)
০৮ আগস্ট: রিয়াল মাদ্রিদ-রোমা (নিউ জার্সি)
১২ আগস্ট: অ্যাতলেতিকো-ইন্টার মিলান (মাদ্রিদ)

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন