বিজ্ঞাপন

বিশ্বকাপ এনে দেবেন মেসি, বিশ্বাস ডি মারিয়ার

January 17, 2018 | 6:17 pm

সারাবাংলা ডেস্ক
ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপে বিশ্বসেরা ফুটবলার আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে উদ্বিগ্ন থাকবে বাকি দলগুলো-এমনটি জানিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পিএসজির এই তারকা আরও জানিয়েছেন, ক্যারিয়ারে সব কিছুই পাওয়া মেসি জাতীয় দলে কিছু না পেলেও এবার রাশিয়ার বিশ্বমঞ্চ রাঙাতে প্রস্তুত। বিশ্বের গ্রেট ফুটবলারদের মধ্যে অন্যতম মেসি-সেটাও জানিয়ে রাখলেন ডি মারিয়া।

‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া। জুনে এই ইভেন্ট চলাকালে মেসি ৩১ বছর পূর্ণ করবেন।

এটাই হয়তো মেসির শেষ সুযোগ। ফর্মে থেকে বিশ্বকাপ জেতানোর সুযোগ আর থাকবে না আর্জেন্টাইন ফরোয়ার্ডের। এ প্রজন্মের সেরা খেলোয়াড়ের বিশ্বকাপ জেতার সম্ভাব্য সেরা সুযোগ তাই ২০১৮ সালে রাশিয়াতেই। আর্জেন্টিনার মানুষের দাবিও তাই। অর্জনের ঝুড়িতে জমা পড়েছে অনেক কিছু। কত কত রেকর্ড, কত কত সম্মাননা। কিন্তু সেসবের প্রায় সবই ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে। জাতীয় দলের হয়ে মেসির প্রাপ্তির খাতায় শুধু অলিম্পিক ফুটবল শিরোপা।

বিজ্ঞাপন

গত ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির বিপক্ষে যোগ করা অতিরিক্ত সময়ের গোলে হারে আর্জেন্টিনা। সে ম্যাচে ডি মারিয়াও ছিলেন মেসির সতীর্থ। সেবার মেসি না পেলেও এবার খালি হাতে ফিরবেন না জানিয়ে ডি মারিয়া বলেন, ‘আর্জেন্টিনা সব সময়ই বিশ্বমঞ্চে ফেভারিট হিসেবে মাঠে নামে। গতবারের মতো এবারো আমাদের দলে আছে বিশ্বসেরা ফুটবলার মেসি। এটাই আমাদের প্রধান বিষয়।’

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ার পর ইকুয়েডরকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। দুর্দান্ত খেলে তিনটি গোলই করেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে মেসির দারুণ এক হ্যাটট্রিকে সরাসরি রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয় আর্জেন্টিনার। তার আগে টানা তিন বছরে তিনটি ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপে এমন স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে যেতে চায় না আর্জেন্টিনা।

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ সরাসরি দেখুন সারাবাংলা.নেটে

বিজ্ঞাপন

শেষ দুটি কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা ঘরে তুলতে পারেনি আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপ ফাইনালেও পেতে হয়েছে খুব কাছে গিয়েও শিরোপা না পাওয়ার কষ্ট। ডি মারিয়া আরও যোগ করেন, ‘এবারে রাশিয়ায় আরও দল আছে যারা ফেভারিট হিসেবেই মাঠে নামবে। স্পেন, ফ্রান্স দুর্দান্ত ফর্মে আছে। কিন্তু আমি বলবো আর্জেন্টিনা তাদের থেকেও ভালো খেলবে। কারণ আমরা কঠিন পরিস্থিতিকে জয় করে ফিরেছি। শীর্ষে থাকতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বাছাইপর্ব আর মূল আসর কখনোই এক হতে পারে না। এখানে আপনি জিততে না পারলে বাড়ি ফিরতে হবে। তাই আপনাকে ছক কষেই মাঠে নামতে হয়, চাপ মাথায় রেখেই খেলতে হয় আর এ কারণেই বিশ্বকাপ বিশেষ কিছু।’

আর্জেন্টিনার নতুন কোচ জর্জ সাম্পাওলি কদিন আগেই মেসির স্তুতিতে কোনো বাঁধ রাখেননি। জানিয়েছেন, ‘বিশ্বকাপ জেতাতেই হবে, আর্জেন্টিনার কাছে মেসির এমন কোনো দায় নেই। বরং ফুটবলের কাছে মেসির একটি বিশ্বকাপ পাওনা। সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’

কোচের গলাতেই সুর মেলালেন ডি মারিয়া, ‘মেসি গ্রেট ফুটবলারদের একজন। একটা বিশ্ব শিরোপা তার পাওনা হয়ে গেছে। ক্যারিয়ারে সবকিছুই যে পেয়েছে তার কাছে বিশ্বকাপও আসবে। আশা করি ফুটবল তাকে একটি বিশ্বকাপ দেবে, সেটা যেমন তার জন্য মঙ্গলের, আমাদের জন্যও মঙ্গলের। সতীর্থ হিসেবে চাইবো মেসি আমাদের এই বিশ্বকাপটা এনে দিক। রাশিয়ায় খেলতে যাওয়ার অপেক্ষায় আমরা। দেখা যাক কি হয়।’

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে
সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন