বিজ্ঞাপন

বিশ্বকাপ খেলবেন তো আগুয়েরো!

April 19, 2018 | 12:38 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর। গত মাসেই স্টোক সিটির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পান। হাঁটুর চোটের কারণে গতমাসে বিশ্রামে থাকার পর চলতি মাসের শুরুতে ম্যানচেস্টার ডার্বি এবং লিভারপুলের ম্যাচের পর অনুশীলনে গিয়ে আবারো ইনজুরিতে পড়েন এই আর্জেন্টাইন। এবার বিশ্বকাপ শঙ্কায় পড়েছেন আগুয়েরো।

হাঁটুর ব্যথায় বেশ কয়েক মাস ধরেই ভুগছিলেন আগুয়েরো। তাই অস্ত্রোপাচারের মাধ্যমেই ইনজুরি কাটানোর সিদ্ধান্ত নেয়া হয়। যে কারণে ম্যানচেস্টার সিটির ক্যাম্পে চলতি মৌসুমে থাকতে না পারলেও ১৬ জুন বিশ্বকাপ আসরে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ফিজিও হোমেরো দি আগোস্তিনো। রেডিও লা রেডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপের বাকি ৬০দিন, তবে ওর (আগুয়েরো) সেরে উঠতে প্রয়োজন পাঁচ সপ্তাহ। পুরনো ইনজুরি থাকার কারণে তিন থেকে চার সপ্তাহর আগে সেরে উঠতে পারবে না।’

তবে বিশ্বকাপের আগে শতভাগ ইনজুরি কাটিয়ে ওঠা সম্ভব হবেনা বলে জানিয়েছেন আগোস্তিনো, ‘অল্প সময়ের মধ্যে তার পুরোপুরি ফিট হওয়া নিয়েও শঙ্কা আছে। সুস্থ হয়ে উঠতে সে (আগুয়েরো) প্রবল চেস্টা চালাচ্ছে কিন্তু আমি মনে করি বিশকাপের আগে শতভাগ সেরে উঠতে পারবে না।’

বিজ্ঞাপন

ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন আগুয়েরো। তবে ইনজুরিতে পড়ে গত মাসে ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেননি। ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আগোস্তিনো, ‘অস্ত্রোপচার না করে তাকে সুস্থ করতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কয়েকজন চিকিৎসক। পুরনো ইনজুরি থাকার কারণে সুস্থ হওয়ার প্রক্রিয়াও চলছে ধীরগতিতে।’

অস্ত্রোপচারের পর আগুয়েরো বেশ আশাবাদী বলে জানালেন তার বাবা লিওনেল দেল কাসতিলো, ‘আমি সার্জিওর সঙ্গে কথা বলেছি, সে ভালো আছে। অস্ত্রোপচারের পর মনে হচ্ছে বিশ্বকাপের আগেই ভালো অবস্থায় পৌঁছাবে। ওর আত্মবিশ্বাস বেড়েছে।’

আর্জেন্টিনার বিশ্বকাপ আসরের যাত্রা শুরু হবে ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগেই আগুয়েরো জাতীয় দলের কোচ জর্জ সাম্পাওলির ডাক পাচ্ছেন কিনা তা নিয়েও আর্জেণ্টিনার সংবাদমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন