বিজ্ঞাপন

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে অবসরে নাইঙ্গোলান

May 21, 2018 | 9:19 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম। সোমবার (২১ মে) দল ঘোষণা করেন কোচ রবার্তো মার্টিনেজ। এবারের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি রোমা মিডফিল্ডার রাদজা নাইঙ্গোলানকে। দলে জায়গা না পেয়ে জাতীয় দল থেকে অবসর নিলেন এবারের মৌসুমে রোমার হয়ে মাঝমাঠ কাঁপানো এই মিডফিল্ডার।

এবারের মৌসুমে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছিল ক্লাব রোমা। দলের হয়ে মাঝমাঠ কাঁপিয়েছেন নাইঙ্গোলান। তবে ভালো মৌসুম কাটালেও এই মিডফিল্ডারকে ছাড়াই রাশিয়া বিশ্বকাপে দল ঘোষণা করলেন বেলজিয়াম কোচ। মার্টিনেজ অবশ্য জানিয়েছেন, কৌশলগত কারণেই তাকে বাদ দিয়ে স্কোয়াড দেয়া হয়েছে, ‘রাজদা নাইঙ্গোলান অবশ্যই সেরা খেলোয়াড়দের একজন। তবে কৌশলগত কারণেই তাকে ছাড়া স্কোয়াড সাজাতে হয়েছে। আমরা জানি ক্লাবে সে গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তবে একই ভূমিকায় তাকে রাখতে পারছি না।’

বেলজিয়াম সমর্থকরা অবশ্য হয়তো নাইঙ্গোলানকে ছাড়া একাদশ সাজানোর কথা চিন্তাই করেননি। ৩০ বছর বয়সী মিডফিল্ডারকে ছাড়া স্কোয়াড দেখে অনেকেই হয়তো হতাশ হয়েছেন। স্কোয়াডে জায়গা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন নাইঙ্গোলান, ‘ইচ্ছা না থাকলেও জাতীয় দলের ক্যারিয়ার এখানেই শেষ করতে হচ্ছে। দলের প্রতিনিধিত্ব করতে সবকিছুই করেছি।’

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার জার্মান স্কোয়াডে জায়গা না পেয়ে অবসর নিয়েছে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার সান্ড্রো ভাগনারও।

রাশিয়া বিশ্বকাপে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: কুন কাস্তিল, থিবো কোর্তোয়া, সাইমন মিগনোলেট, ম্যাটস সেলস।

বিজ্ঞাপন

ডিফেন্ডার: টবি অলডেয়ারেল্ড, ডেড্রিক বোয়াতা, লরেন্ত চিমান, ক্রিশ্চিয়ান কাবাসিল, ভিনসেন্ত কম্পানি, জর্ডান লুকাকু, থমাস মিউনিয়ার, থমাস ভারমালেন, ইয়ান ভের্তঙ্গেন।

মিডফিল্ডার: ইয়্যানিক কারাস্কো, কেবিন ডি ব্রুইন, মুসা দেম্বেলে, লিয়েন্ডার ডেনডোনকার, মারুয়ান ফেলাইনি, ইডেন হ্যাজার্ড, থর্গান হ্যাজার্ড, আদনান জানুজাজ, ড্রিস মের্টেন্স, ইয়োরি তিলেমান্স, এক্সেল উইটসেল।

ফরোয়ার্ড: মিচি বাতশুয়াই, ক্রিশ্চিয়ান বেনটেকে ও রোমেলু লুকাকু, নাসের চাডলি।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন