বিজ্ঞাপন

বুদ্ধিজীবী দিবসে আসছে ‘পোস্ট মাস্টার ৭১’

December 8, 2018 | 2:32 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

২০১৫ সালে শুরু হয়েছিল ‘পোস্ট মাস্টার ৭১’ ছবির দৃশ্যধারণের কাজ। ইচ্ছে ছিলো ২০১৬ সালেই ছবিটি দেখানো হবে প্রেক্ষাগৃহে। তবে নানা জটিলতার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। এরপর এইদিন সেইদিন করতে করতে পেরিয়ে যায় আরও দুই বছর।


আরও পড়ুন :  কাঙ্গালিনী সুফিয়ার অবস্থার উন্নতি


অবশেষে নির্ধিারিত হয়েছে ‘পোস্ট মাস্টার ৭১’ সিনেমার ভাগ্য। আবির খান ও রাশেদ শামীম পরিচালিত ছবিটি ডিসেম্বরের ১৪ তারিখে মুক্তি পাচ্ছে। এই ছবিতে অভিনয় করেছেন বাংলা সিনেমার অন্যতম সফল জুটি ফেরদৌস ও মৌসুমী।

‘পোস্ট মাস্টার ৭১’ প্রসঙ্গে সারাবাংলাকে ফেরদৌস বলেন, ‘এটা যেহেতু মুক্তিযুদ্ধের সিনেমা, সে কারণে দর্শকেরা বেশ ভালো ভাবেই গ্রহণ করবে ছবিটি। বিজয়ের মাসে মুক্তি পাওয়ায় ছবিটি নিয়ে এক ধরণের ভালো লাগা কাজ করছে।’

বিজ্ঞাপন

এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও রয়েছেন ফেরদৌস। পরিবেশনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। ফেরদৌস জানান, প্রথম সপ্তাহে কয়েকটি হলে মুক্তি দেয়া হবে। সেই সঙ্গে চ্যানেল আই-এর পর্দায় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে।

‘পোস্ট মাস্টার ৭১’ নিয়ে খুব একটা প্রচারণায় দেখা যাচ্ছে না ফেরদৌসকে! এর কি কারণ? ফেরদৌস বলেন, ‘আমি আসলে প্রচারণায় বিশ্বাস করি না। লোকে যেটা দেখার সেটা নিজে থেকেই দেখবে। প্রচারণার দরকার নেই। আমি সবসময় এটা মেনে চলার চেষ্টা করি।’

এদিকে ছবিটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক রাশেদ শামীম। তিনি বলেছেন, ‘পোস্ট মাস্টার ৭১ ছবিতে মুক্তিযুদ্ধের বাইরেও আলাদা কিছু রয়েছে। আমরা চেষ্টা করেছি সুন্দর ও গোছানো কাজ করতে। দর্শক পছন্দ করবেন বলেই আমার ধারণা।’

বিজ্ঞাপন

সিনেমার গল্প এগিয়েছে মুক্তিযুদ্ধকালীন এক পোস্টমাস্টারের কাহিনী নিয়ে। সেসময় অনেক মানুষ সরকারি চাকরি করতেন, পোস্টমাস্টার চাকরিটিও পাকিস্তান সরকারের অধিভুক্ত চাকরি ছিল। তেমনি একজন পোস্টমাস্টার যিনি চিঠি বিলির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংঘবদ্ধ করার কাজ করেন।

ফেরদৌস-মৌসুমী ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন অমিত হাসান, শহীদুল আলম সাচ্চু, আল মনসুর, সানজিদ খান প্রিন্সসহ আরও অনেকে। ফেরদৌসকে দেখা যাবে পোস্টামাস্টারের চরিত্রে।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :

‘সোনচিড়িয়া’য় ডাকাত সুশান্ত

ঐশীর সামনে ইতিহাসের হাতছানি

একযোগে ৬৪ জেলায়…

মুক্তি মিললো মিকা’র


বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন