বিজ্ঞাপন

বুধবারের মতো শাহবাগ ছেড়ে দিলেন শিক্ষার্থীরা

March 20, 2019 | 4:10 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে শাহবাগ ছেড়ে দিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (২০ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হাসান আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন।

তিনি বলেন, আজকের মধ্যে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের দাবি আদায় না হলে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ফের রাস্তায় থাকবে শিক্ষার্থীরা।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের বাসের ধাক্কায় প্রাণ হারান বিইউপি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ খবর জানার পর থেকেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে গোটা এলাকা মুখর করে রাখেন তারা।

আরও পড়ুন: ফের সড়কে শিক্ষার্থীরা: ফের লাইসেন্স পরীক্ষা, লাইনে গাড়ি

সারাবাংলা/এজেডকে/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন