বিজ্ঞাপন

বুড়ির অঙ্গে শোকের রং

January 22, 2018 | 3:12 pm

যখন ঢাকার পথে পথে এত যন্ত্রের দাপট ছিল না, মানুষের হাতেটানা রিক্সা কিংবা ঘোড়ার গাড়ি ছুটে চলত কাঁচাপাকা সড়ক ধরে, তখন বুড়ি ছিল তরুণ, ঝকঝকে। ছিল শহর ঢাকার প্রাণ ভোমরা।

বিজ্ঞাপন

কিন্তু, সময় বয়েছে, মেঘে মেঘে কেটেছে অনেক বেলা। ঢাকা শহর হয়েছে আধুনিক, তার শরীরে গড়ে উঠেছে কংক্রিটের বিশাল এক জঙ্গল। আর এ জঙ্গলের যত উচ্ছিষ্ট ও অবশিষ্ট নোংরা সেটার জায়গা হয়েছে বুড়ির শরীরে। ক্রমে ক্রমে বেড়ে চলেছে এ অত্যাচার। তাইতো আজ বুড়ি তার অঙ্গে ধারণ করেছে শোকের রং।

বুড়িগঙ্গার এ অবস্থা ফ্রেমে বন্দি করেছেন সারাবাংলা.নেটের আলোকচিত্রী হাবিবুর রহমান।

 

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এরআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন