বিজ্ঞাপন

বেইলি রোডের বুমার্স ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা

May 27, 2018 | 2:15 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর বেইলি রোডে ফাস্টফুড রেস্টুরেন্ট বুমার্স ক্যাফেতে অভিযান চালিয়ে পুরনো খাবার সংরক্ষণ ও তা বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ মে) দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্লাস্টিকের গামলার মধ্যে ফ্রিজে বাসি ভাত রাখা হয়েছে, সেই ভাতও একটা নোংরা কাপড় দিয়ে ঢেকে রাখা ছিলো। আরেকটি গামলায় পোড়া তেল সংরক্ষণ করা হয়েছে। আরেক গামলায় ময়দার খামি রাখা হয়েছে, যা বেশ পুরনো। এছাড়া চিংড়ি মাছের সঙ্গে রান্না করা চিকেন রাখা হয়েছে ফ্রিজের মধ্যে। এসব যে অন্যায় সেটা তারা স্বীকার করেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

বিজ্ঞাপন

মশিউর রহমান বলেন, ‘এর আগে আরও একবার অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তখন পরিস্থিতি আরও বেশি খারাপ ছিল। একবার জরিমানা করার পরও কেন সংশোধন হয়নি সেজন্য এবার ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ তবে ক্যাফেটি আগের চেয়ে ৯০ ভাগ বেশি সংশোধন হয়েছে বলেও জানান মশিউর রহমান।

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন