বিজ্ঞাপন

বেইলি রোডে রাজউকের উচ্ছেদ অভিযান

January 19, 2019 | 6:33 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর বেইলি রোডের অপরিকল্পিত স্থাপনা গুটিয়ে দিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমান আদালত। অভিযানে ওই রোডের শর্মা হাউসসহ বেশ কয়টি রেস্টুরেন্ট সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুর ১টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

তিনি বলেন, ‘এই উচ্ছেদ অভিযান নিয়মিত অভিযানের অংশ। কেউ যদি পরিকল্পনার বাইরে অবৈধ স্থাপনা নির্মাণ করে তাহলে সেগুলো উচ্ছেদ করা হবে। আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

অভিযানে বেইলি রোডের গোল্ড প্যালেস শপিংমলের সামনের দেয়াল, গ্রিন কজি কটেজ শপিংমলের ফুটপাথে গড়ে ওঠা দু’টি দোকান, মি. বেকারের সামনের অংশ, শর্মা হাউজের আংশিক ভেঙে ফেলা হয়। অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

এর আগে, গত বৃহস্পতিবার ওই সড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করেছিল রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন