বিজ্ঞাপন

বেনাপোলে স্বর্ণসহ ২ ভারতীয় নাগরিক আটক

July 20, 2018 | 7:58 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

বেনাপোল: বেনাপোল সীমান্ত থেকে ৪৫০ গ্রাম স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। একই সঙ্গে ভারতীয় ২ হাজার ৬৩০ রুপি এবং বাংলাদেশি ২৫ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২০ জুলাই) সকালে যশোর-বেনাপোল সড়কের বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনাপুর থানার জগদিপোতা গ্রামের হিরা চাওয়ের ছেলে সুজির চাও (৩৫) ও কলকাতার হাওড়া থানার ১৮০/৪ আইসি বসু রোডের রাম প্রদারামের ছেলে সদানন্দ (৫৫)।

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান, ঢাকা-বেনাপোলগামী একটি পরিবহনে কয়েকজন স্বর্ণ পাচারকারী স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল দিয়ে ভারতে যাবে- এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশি করে সন্দেহভাজন ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৬৩০ রুপি এবং বাংলাদেশি ২৫ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন