বিজ্ঞাপন

আবহাওয়া বৈরী, ৬ শ’ পর্যটক আটকা সেন্টমার্টিনে

December 9, 2017 | 6:38 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

কক্সবাজার: বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠার কারণে সেন্টমার্টিন থেকে ফিরতে পারছেন না পর্যটকরা। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টির পাশাপাশি বইছে ঝড়ো বাতাস। এ কারণে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুট।

জেলা পরিষদ কার্যালয় থেকে জানানো হয়েছে, আটকে যাওয়া পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন জানান, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কক্সবাজারসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, পশ্চিম-মধ্য-উত্তর বঙ্গোপসাগর এলাকা থেকে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে নিম্নচাপটি দুর্বল হয়ে এসেছে।

সারাবাংলা/ওএফএইচ/আরসি/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন