বিজ্ঞাপন

বোলিং পরীক্ষা দিয়ে ফিরলেন ধনাঞ্জয়া

February 19, 2019 | 1:01 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আকিলা ধনাঞ্জয়াকে। এরপর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আইসিসির কাছ থেকে ছাড়পত্র পেলেন লঙ্কান এই স্পিনার। তাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দলে জায়গা করে নিলেন ধনাঞ্জয়া।

লঙ্কানদের হয়ে সবমিলিয়ে ৩০টি ওয়ানডেতে মাঠে নেমেছেন ধনাঞ্জয়া। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত বল হাতে নিয়েছেন ৪৬ উইকেট, আর ব্যাট হাতে নিয়েছেন ২৭৬ রান। টেস্টে ৫ ম্যাচে ২৭টি উইকেট পেয়েছেন এই স্পিন অলরাউন্ডার।

এছাড়াও প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে আছেন দিনেশ চান্দিমাল। দল থেকে বাদ পড়েছেন আসেলা গুনারত্নে, দাসুন শানাকা ও সেকুগে প্রশন্ন।

বিজ্ঞাপন

আগামী ৩ মার্চ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড :

লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), অভিষেক ফার্নান্দো, উপুল থারাঙ্গা, নিরোশান দিকভেলা (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ওশাদা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামল পেরেরা, ইসুরু উদানা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজীথা, লক্ষন সান্দাকান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন