বিজ্ঞাপন

ব্যাকবেঞ্চার ঐশ্বরিয়া রাই

June 20, 2018 | 5:04 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঐশ্বরিয়া রাই-বহু পুরুষের বুকে ঝড় তোলা এক বলিউড সুন্দরীর নাম। সাবেক এই বিশ্ব সুন্দরী সৌন্দর্য আর অভিনয়ের মিশেলে মাতিয়েছেন বড় পর্দা। যদিও এখন তাকে চলচ্চিত্রে তেমন একটা দেখা যায় না। অভিষেক বচ্চনের সাথে বিয়ে হওয়ার পর থেকে বলিউড থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন তিনি। তাকে সবশেষ ২০১৬ সালে করন জোহর পরিচালিত ‘অ্যায় দিল হে মুশকিল’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। যদিও এসব পুরোনো খবর। এবার ঐশ্বরিয়া সম্পর্কে নতুন খবর জানালেন তার এক সময়ের সহপাঠী শিবানি, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

শিবানি লিখেছেন,‘তিনি (ঐশ্বরিয়া) বিজ্ঞান নিয়ে মুম্বাইয়ের জয়হিন্দ কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু বলিউডের প্রথম সারির নায়িকা ঐশ্বর্য কলেজ জীবনে ছিলেন ব্যাকবেঞ্চার। প্রায় প্রতিদিন দেরি করে ক্লাসে আসতেন তিনি। প্রথমে ট্রেনে তারপর হেঁটে কলেজে যাতায়াত করতেন ঐশ্বর্য।’

শিবানি আরও লেখেন,‘আমি কখনও কখনও তার সফরসঙ্গী হতাম। বরাবরই সুন্দরী, আধুনিক ঐশ্বরিয়াকে গুণমুগ্ধের দল ঘিরে থাকতো। তার অনেক বন্ধু-বান্ধব ছিলো। কলেজের সব থেকে সুন্দরী ছাত্রী বলা হত তাকে। তিনি যে সত্যিকারে সুন্দরী সেটা বিশ্ব সুন্দরীর খেতাব জিতে প্রমাণ করেন ১৯৯৪ সালে। শিল্প নিয়ে পড়াশোনা করতে আগ্রহী ঐশ্বর্যকে প্রথম মডেলিং–এ নামার পরামর্শ দেন কলেজের ফিজিক্সের লেকচারার।’

বিজ্ঞাপন

ঐশ্বরিয়া হিন্দী ছবির পাশাপাশি তামিল, বাংলা এবং হলিউডের ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। সম্প্রতি এই বলিউড ডিভা ৭১তম কান চলচ্চিত্র উৎসবে নীল ও বেগুনি রঙের মিশ্রনে অফ ফোল্ডারের পোশাক পরিধান করে লাল গালিচায় হেঁটে সবার নজর কাড়েন।

সারাবাংলা/আরএসও/পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন