বিজ্ঞাপন

‘ব্যানার-বিলবোর্ড দেখিয়ে আ.লীগের মনোনয়ন মিলবে না’

September 26, 2018 | 4:37 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

রাজবাড়ী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন নিয়ে কেউ দলের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা করবেন না। ব্যানার-বিলবোর্ড দেখিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া যাবে না।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা ত্যাগী নেতা তাদেরই মনোনায়ন পাওয়ার অধিকার আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়নপ্রত্যাশী সবার আমলনামা জননেত্রী শেখ হাসিনার হাতে জমা রয়েছে। তিনি অক্টোবর মাসেই মনোনয়ন চূড়ান্ত করবেন। তখন ব্যানার-বিলবোর্ড থেকে অনেকের ছবিই মুছে যাবে।’

বিজ্ঞাপন

বিএনপিকে ভুয়া দল আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এই দলের সমস্ত কর্মকাণ্ড জেলে আটকে আছে। এদের হাতে আইনের শাসন নিরাপদ নয়। আগামী ২৯ তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তারপরেও তারা বলছে অনুমোদন পায়নি। তারা সমাবেশ করতে পারে তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করবে না। তবে সমাবেশকে ঘিরে যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাস্তা অবরোধ করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করবে। আওয়ামী লীগকে আক্রান্ত করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের হৃদয়ে নাম লিখিয়ে শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছেন। হৃদয়ে নাম লিখিয়ে শেখ হাসিনা আজ বাংলাদেশের রাষ্ট্রনায়ক। প্রথম পদ্মাসেতু হয়ে যাচ্ছে। দ্বিতীয় পদ্মাসেতুও হয়ে যাবে। এ জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে।’

পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল মোর্শেদ আরুজের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক মো. আজগর আলী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন