বিজ্ঞাপন

ভল্টের সোনা হেরফের: অর্থমন্ত্রীর অপেক্ষায় সবাই

July 22, 2018 | 6:54 pm

।। এমদাদুল হক তুহিন, সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে সোনা হেরফেরের ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অপেক্ষায়। তিনি দেশে ফেরার পরই জানা যাবে এ ঘটনায় সরকারিভাবে ‘তদন্ত নাকি পর্যালোচনা’ কমিটি গঠিত হচ্ছে।

এদিকে, রোববার (২২ জুলাই) রাতে অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ফলে সরকারিভাবে কী করা হচ্ছে তা জানা যাবে আগামী দু’একদিনের মধ্যেই। তবে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক নিজেদের মতো কাজ করছে। প্রতিষ্ঠানটি একটি নিজস্ব তদন্ত কমিটি করেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে কাজ করছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। ফলে জিজ্ঞাসাবাদের মুখে রয়েছে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিপিইডিসি) শীর্ষক এক কর্মশালায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন অর্থমন্ত্রী। গত ১৪ জুন তিনি দেশ ছাড়েন। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সাহেদুর রহমান সারাবাংলাকে জানিয়েছেন, রোববার (২২ জুলাই) রাত ১১ টা ২০ মিনিটে অর্থমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, সোনা হেরফেরের ঘটনাটি প্রকাশ্যে এলে গত ১৮ জুলাই বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের কর্মকর্তাদের নিয়ে সচিবালয়ে জরুরি এক বৈঠকে বসেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। ‘সব সোনা ঠিকই আছে’ জানিয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, অর্থমন্ত্রী দেশে ফিরলে ঘটনাটি আইনানুগভাবে খতিয়ে দেখা হবে।

সোনা হেরফেরের ঘটনায় কোনো তদন্ত কমিটি হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘আমরা পর্যালোচনা করব। আজকে আলোচনার ভিত্তিতে আমরা একমত হয়েছি, তারাও একমত হয়েছেন যে এটা দেখার বিষয় আছে। আমি মন্ত্রীকে ব্রিফ করব, তদন্ত কমিটি হবে নাকি পর্যালোচনা কমিটি হবে না কী হবে- ল্যাংগুয়েজটা এ মুহূর্তে বলতে পারছি না। তবে এটা দেখা হবে। আইনানুগভাবে দেখা হবে। যাই করব, আইনের মাধ্যমে করা হবে। তবে তদন্ত শব্দটি আমি ব্যবহার করছি না।’

সময়টিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়াও বিদেশে অবস্থান করছেন। ভ্যাট অনলাইনের একটি পোগ্রামে অংশ নিতে এনবিআরের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ব্রাজিল ও কানাডা সফরে রয়েছে। ফলে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এনবিআর সদস্য কালিপদ হালদার। সোনা হেরফেরের ঘটনা প্রকাশ্যে এলে গত ১৮ জুলাই সচিবালয়ে ডাকা ওই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঘটনায় বর্তমান অগ্রগতি, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং তা শুল্ক গোয়েন্দা হাতে পৌঁছেছে কি-না জানতে চাইলে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য কালিপদ হালদার সারাবাংলাকে বলেন, ‘প্রতিবেদনটি সেদিনই আমাদের হাতে এসে পৌঁচেছে। পরবর্তী করণীয় সম্পর্কে সচিবালয়ের ওই বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী স্যার তো সবই বলেছেন। প্রতিবেদনে যা আছে উনারা (বাংলাদেশ ব্যাংক) তো সংবাদ সম্মেলনে সব বলেই দিয়েছেন। দিস আনডার কনসিডারেশন। অসুবিধা নাই, অর্থমন্ত্রী স্যার বোধ হয় আজকে চলে আসবেন, তারপরে সব ঠিকঠাক হয়ে যাবে বলে আশা করি।’

এদিকে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বলছে তাদের প্রতিবেদনে কোন ভুল নেই। যে প্রতিবেদনটি পাঠানো হয়েছে তা ভুল হতে পারেনা, কারণ এনবিআর তা যথার্থ পরীক্ষা করেই বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে। কোনো কারণে তারপরেও যদি ‘কোনো গ্যাপ’ থাকে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন হাতে পেলে প্রতিষ্ঠানটি তা পর্যালোচনা করবে। আর বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনটি এখনও শুল্ক গোয়েন্দার হাতে পৌঁছায়নি বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, ‘যা কিছু আছে সবই রেকর্ড আছে। কতোটুকু স্বর্ণ পেল আর কী স্বর্ণ গেল। তবে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ পেলে কোন গ্যাপ আছে কি-না, তা যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ঘটনা তদন্তে অভ্যন্তরীণভাবে একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি কাজও করছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি গঠিত হয়েছে। গভর্ণর এ কমিটির নাম প্রস্তাব করেছেন। অনুমোদন পেলেই এর কার্যক্রম পুরোদমে শুরু হবে। তবে, ঘটনার প্রথম থেকেই আমাদের কার্যক্রম চলছে, থেমে ছিল না।’

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক সুলতান মাসুদ সারাবাংলাকে বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একটি নির্দিষ্ট কমিটি গঠিত হতে পারে। বিষয়টি আপনারা দু’ একদিনের মধ্যে জানতে পারবেন।’

সারাবাংলা/ইএইচটি/জেএএম

আরও পড়ুন

মাটি তো আর কেউ ব্যাংকে জমা দেয় না
ভল্টের সোনায় হেরফের: অর্থপ্রতিমন্ত্রীর অস্বীকার
ইংরেজি বাংলা বিভ্রাটে সোনার পরিমাণে তারতম্য

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন