বিজ্ঞাপন

ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই পাকিস্তানি সেনার মৃত্যু

August 14, 2018 | 5:08 pm

শুভজিৎ পুততুন্ড

বিজ্ঞাপন

কলকাতা থেকে: ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ আগস্ট) গভীর রাতে জম্মু-কাশ্মীরের টাংধার সেক্টরে এই ঘটনা ঘটে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রাজেশ কালিয়া জানান, ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গুলি চালানো এবং জঙ্গিদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করে আসছিলো পাকিস্তান সেনারা।

তিনি আরো জানান, সোমবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে ৯৫ কিলোমিটার ভিতরে টাংধার সেক্টরে ঢুকে গুলি চালাতে শুরু করে একদল পাকিস্তানি সেনা। এ সময় ভারতীয় সেনাদের পাল্টা গুলিতে তাদের দুই সদস্যের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সোমবার রাতে ভারতীয় সেনার গুলিতে দুই পাকিস্তানি সেনার মৃত্যু হলেও, মঙ্গলবার পকিস্তানের ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে ভারত ও পাকিস্তান দুই দেশের জওয়ানরা হাসিমুখে মিষ্টি বিতরণ করেন।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন