বিজ্ঞাপন

ভারতের ক্রস বর্ডার কিলিংয়ে ৪ পাকিস্তানি সেনা নিহত

December 26, 2017 | 4:23 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্থানের সেনাঘাঁটিতে আক্রমণ চালিয়ে ৪ সেনা সদস্যকে হত্যা করেছে ভারত।

ভারতের দাবি তারা পাকিস্তানের ‘টার্গেটেড কিলিং’-এর জবাবে এই ‘ক্রস বর্ডার রেড’ চালিয়েছে।

ভারতের ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তার বরাত এনডিটিভি জানিয়েছে, গত সোমবার সন্ধ্যায় ভারতের স্পেশাল ফোর্সের ৫জন সদস্য লাইন অব কন্ট্রোল অতিক্রম করে জুম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে আক্রমণ চালিয়ে পাকিস্তান সেনাবাহিনীর এক মেজর ও ৩ সৈনিককে হত্যা করেছে।

বিজ্ঞাপন

সেখানে বলা হয়েছে, পাকিস্তানী সেনাদের একটি অস্থায়ী ক্যাম্পে পাহারারত কয়েকজন সদস্যকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ করা হলে কয়েকজন নিহত হয়। এরপর ভারতীয় সেনাদের কয়েকজন সদস্য লাইন অব কন্ট্রোলের ৩ শ মিটারের মধ্যে প্রবেশ করে গুলি চালিয়ে বাকিদের হত্যা করে।

গত বছরের সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতীয় সেনা আবারও এ ধরনের অভিযান চালালেও এটাকে তারা সার্জিক্যাল স্ট্যাইক বলতে রাজি নয়।

এর আগে গত শনিবার জম্মু-কাশ্মীরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান সেনার হামলায় প্রাণ হারিয়েছিলেন এক মেজরসহ ৪ ভারতীয় সেনা।

বিজ্ঞাপন

সে দিন ভারতীয় সেনাবাহিনীকে নির্দিষ্ট ভাবে নিশানা করেই হামলা চালানো হয়েছিল। সামরিক পরিভাষায় যার নাম ‘টার্গেটেড কিলিং’। এ বার সেই ‘টার্গেটেড কিলিং’-এর জবাব ভারতীয় সেনা দিল ‘ক্রস বর্ডার রেড’-এর মাধ্যমে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন