বিজ্ঞাপন

ভাষার মাসে ইংরেজি শব্দের ব্যবহার কবে বন্ধ হবে: সংসদে সাবেক হুইপ

February 17, 2019 | 7:49 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

সংসদ ভবন থেকে: সংসদে প্রশ্ন-উত্তর পর্বে মন্ত্রীদের ইংরেজি শব্দ ব্যবহার করায় প্রশ্ন তুলেছেন সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার। রোববার (১৭ ফেব্রুয়ারি) সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে করা এক সম্পূরক প্রশ্নে তিনি বলেন, ‘ভাষার মাসে ইংরেজি শব্দের ব্যবহার কবে বন্ধ হবে?’

তিনি বলেন, ‘সরকারি হোক আর বেসরকারি হোক সব অফিস আদলতেই দেখা যায় ইংরেজি। ভাষার মাস ফেব্রুয়ারি। সর্বত্র রাষ্ট্র ভাষা বাংলা ব্যবহারে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। কিন্তু তা পুরোপুরি বাস্তবায়নে কারোই আগ্রহ নেই।’

সংসদে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের তারকা চিহ্নিত প্রশ্ন ৪৮৪ এর লিখিত জবাবে এতিমখানার বিপরীতে বরাদ্দের বিষয়ে উত্তর দিতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘হ্যাঁ, চলতি অর্থ বছরে (২০১৮-১৯) ক্যাপিটেশন গ্র্যান্ট বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন।’

বিজ্ঞাপন

এরপর সম্পূরক প্রশ্নের সুযোগে সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার বলেন, ‘ভাষার মাসে ইংরেজি শব্দের ব্যবহার আর কবে বন্ধ হবে?’

এর জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা একুশে ফেব্রুয়ারি এই ইংরেজি মাসকে উদ্ধৃতি দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যে ক্যাপিটেশন গ্র্যান্ড শব্দটির কথা বলেছেন এটিও ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ হলেও এটা প্রচলিত এবং এটা আমাদের কাছে বেশি সহজ মনে হয়।’

যুক্তি দেখিয়ে মন্ত্রী আরও বলেন, ‘অনেক সময় আমরা দেখি বিদ্যালয় না বলে স্কুল বলি, মহাবিদ্যালয় না বলে কলেজ বলি, এটা পরিবর্তন হবে, তবে সময়ই বলে দেবে তা কবে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন