বিজ্ঞাপন

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং আর নেই

September 21, 2018 | 2:20 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং দেশটির এক সামরিক হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। সেদেশের সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

দেশটির সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়, গুরুতর অসুস্থতার কারণে গত কয়েকমাস ধরে তিনি দেশ ও বিদেশে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শুক্রবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটে সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৬ সালে কমিউনিস্ট দেশ ভিয়েতনামের প্রেসিডেন্ট পদে আসীন হন তিনি। যদিও দেশটিতে প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক। তবে এর আগে তিনি জননিরাপত্তা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

এ বছরের ৪ মার্চ তিনদিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় আসেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ খাত, যন্ত্র প্রকৌশল খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে তিনটি সমঝোতা স্মারক সই হয়।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন