বিজ্ঞাপন

ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন, উৎপাদন বেড়ে ১৬৪৫৬ মে.

April 12, 2018 | 11:27 am

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: দেশে এখন থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৬ হাজার ৪৫৬ মেগাওয়াটে দাঁড়াচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ডুয়াল ফুয়েল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এই নতুন মাইলফলক রচিত হলো।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কেন্দ্র’র বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বাইন্ড সাইকেল উৎপাদন প্রক্রিয়ার এই বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ৪১০ মেগাওয়াট।

এই কর্মসূচিতে দেশে আরও ১৫টি উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে দেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায় এলো দেশের মোট ৫১টি উপজেলা।

বিজ্ঞাপন

নতুন যে উপজেলাগুলোকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হলো সেগুলো হচ্ছে- ধামরাই, নিকলী, রাউজান, পীরগঞ্জ, খোকসা, দেবহানা, রূপসা, ফুলতলা, দিঘলীয়া, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, বাগাতিপাড়া, বেড়া, হবিগঞ্জ সদর ও চুয়াডাঙ্গা সদর।

এসময় প্রধানমন্ত্রী কুশলী নামের একটি কার্যক্রমের একটি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিদ্যুৎ উৎপাদনে দক্ষ জনশক্তি গঠনে একটি অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি এটি।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন