বিজ্ঞাপন

‘ভোগান্তিহীন ইমিগ্রেশন যুগে পা রাখল পাসপোর্ট অধিদফতর’

July 19, 2018 | 4:03 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ই-পাসপোর্ট প্রবর্তনের ফলে এক ভোগান্তিবিহীন ইমিগ্রেশন যুগে পা রাখল পাসপোর্ট অধিদফতর। ই পাসপোর্ট চালুর ফলে নাগরিকরা বিদেশে সহজেই ইমিগ্রেশন পার হতে পারবেন। এর জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না, সময়ও লাগবে না।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পাসপোর্ট অধিদফতরে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিমান চলাচলকারী সংস্থা ২০১৫ সালে আধুনিক  এমআরপি পাসপোর্ট চালুর নির্দেশনা দেন। সেই অনুযায়ী আমরা এরই মধ্যে ২ কোটি পাসপোর্ট নাগরিকদের দিয়েছি। এর মধ্য দিয়ে সরকারি কোষাগারে ১১ হাজার কোটি টাকা জমা হয়েছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘ই-পাসপোর্টের ফলে বিদেশে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে। আজ যে চুক্তি স্বাক্ষরিত হলো এর মধ্য বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মি. নীল এনিন( Mr. Niels Annin). তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আজ চুক্তি স্বাক্ষরের ফলে নতুন যুগে পা রাখল বাংলাদেশ। জার্মানি সবসময় বাংলাদেশের পাশে থাকবে। কাজের মাধ্যমে দুইদেশের পারস্পারিক আস্থা বৃদ্ধি পাবে।’

জার্মানির ভেরিডোস কোম্পানির নির্বাহী কর্মকর্তা (সিও) মি. হ্যানস উফ গ্যাং কুঞ্জ বলেন, ‘বিশ্বের কমপক্ষে ৫০ টি দেশে ইলেক্ট্রনিক্স পাসপোর্ট ব্যবহার করা হয়। আরও অন্তত ৯০টি দেশ ই-পাসপোর্টের আওতায় আসছে। যার মধ্যে বাংলাদেশও রয়েছে। ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ অর্থনীতিতে দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবে ফার্স্ট গ্রোয়িং ২০ টি কান্ট্রির মধ্যে বাংলাদেশও রয়েছে।’

বিজ্ঞাপন

ই-পাসপোর্টের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশা করেন জার্মানির ই-পাসপোর্ট কোম্পানি ভেরিডোস এর সিও।

স্বাগত বক্তব্যে ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, ‘পাসপোর্ট অধিদফতর আজ এক নতুন যুগে প্রবেশ করছে। ই-পাসপোর্ট একজন নাগরিককে ভ্রমণের ক্ষেত্রে কতটা সহজ করবে তা ব্যবহার করলেই বুঝতে পারবে। জার্মানির সুপারভিশনে পাসপোর্ট অধিদফতর বাংলাদেশি নাগরিকদের ই পাসপোর্ট প্রদান করবে। এই পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনও অনেক সহজ ও ঝামেলামুক্ত হবে।’

পাসপোর্ট অধিদফতর থেকে জানা যায়, আগামী ডিসেম্বর থেকে ই-পাসপোর্ট দেওয়া শুরু হবে। এ জন্য অধিদফতরের  ১০০ জন কর্মকর্তা কর্মচারীকে জার্মানিতে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

একনেকে ই পাসপোর্ট বিল পাস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন