বিজ্ঞাপন

ভয়াল কালো রাতের স্মরণে চট্টগ্রামে প্রদীপ প্রজ্বলন

March 24, 2018 | 9:35 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো : নিরস্ত্র বাঙালিদের উপর পাকিস্তানি সেনাদের নৃশংস আক্রমণ চালানোর দিন ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরাম। ভয়াল সেই কালো রাতে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন কর্মসূচিও পালন করেছে সংগঠনটি।

শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠনের জেলা সভাপতি নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, একাত্তরের পঁচিশ মার্চের ভয়াল কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা এখন সময়ের দাবি।

এতে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো: সাহাব উদ্দিন ও মহানগর কমান্ডার মোজাফফর আহম্মদ, সেক্টর কমান্ডার্স ফোরামের বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ ও চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থসম্পাদক দেবদুলাল ভৌমিক, সেক্টর কমান্ডার্স ফোরামের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, মহিলা আওয়ামী লীগ নেত্রী বাসন্তী প্রভা পালিত।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন