বিজ্ঞাপন

মফস্বলে ভালোবাসার নাটক ‘জলরঙ’

July 26, 2018 | 4:31 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঈদুল আজহা উপলক্ষে ছোটপর্দার নির্মতারা ব্যস্ত হয়ে পড়েছেন নাটক নির্মাণে। যদিও বাদলা দিনে শুটিং করতে হিমশিম খেতে হচ্ছে নির্মাতাদের। তবুও থেমে নেই তাদের দৃশ্য ফ্রেমবন্দী করার চেষ্টা। নির্মাতা তুহিন হোসেন তাদেরই একজন। বৃষ্টির বাধা মাথায় নিয়ে নির্মাণ করছেন নাটক। নাটকের নাম ‌‘জলরঙ’। সারোয়ার রেজা জিমি রচিত নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা।

মফস্বল শহরে কলেজ পড়ুয়া ছেলে মেয়ের প্রেমের কাহিনী নিয়ে নাটকের গল্প। এর বিস্তার হয়েছে বিভিন্ন ঘটনার মধ্যদিয়ে। এলাকা দুই গ্রুপ, তাদের দ্বন্দ্ব-সংঘাতের বিষয় থাকছে নাটকে।

নাটক প্রসঙ্গে তুহিন হোসেন সারাবাংলাকে বলেন, ‘এটি একটি কলেজ জীবনের প্রেমের গল্প। সেই সঙ্গে মফস্বল শহরে কাটানো প্রতিটি দিন, যেমন- সাইকেল চালিয়ে এপাড়া থেকে ওপাড়া ঘুরে বেড়ানো। ফুটবল খেলা। এলাকার ছেলেদের মধ্যে গ্রুপিং সহ ছেলেবেলার বেশকিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। যারা মফস্বল বা জেলা শহরে জীবন কাঁটিয়েছেন তারা এই নাটকটি দেথে স্মৃতির রোমন্থন করবেন আশা করি।’

বিজ্ঞাপন

পিআর প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে বলে জানান পরিচালক।

সারাবাংলা/আরএসও/পিএ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন