বিজ্ঞাপন

মান্টো নয়, এ খবর সাফিয়ার

May 19, 2018 | 5:25 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

বিশ্ব সাহিত্যে সা’দত হোসেন মান্টোকে নিয়ে আগ্রহের শেষ নেই। উর্দু ভাষার জনপ্রিয় এই সাহিত্যিকের ঘটনাবহুল ও বর্ণিল জীবন নিয়ে হয়েছে বিস্তর গবেষনা। সিনেমাও হয়েছে বেশ কয়েকটি। যার সর্বশেষটি বানিয়েছেন বাঙালি অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। মান্টো চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবিটি প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে।

পড়ুয়াদের কাছে মান্টো যতোটা প্রিয়, ঠিক ততোটাই প্রিয় তার স্ত্রী সাফিয়াও। সাফিয়াকে পাঠপ্রেমীরা রীতিমতো মায়ের মতো শ্রদ্ধা করে। কারণ মহান এই লেখকের দুঃসময়ে বাতিঘরের মতো পথ দেখিয়ে গেছেন তিনি। প্রতিটা ঝড়ে আগলে রেখেছেন পরম মমতায়। ‘মান্টো’ ছবিতে সাফিয়া চরিত্রে অভিনয় করেছেন রসিকা দুগাল। চরিত্রটির যথাযথভাবে রূপদানের কারণে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন ‘আনোয়ার’ খ্যাত এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সাহিত্য প্রেমিদের কাছে সাফিয়া অনেক সম্মানিত হলেও ইতিহাসে তার সম্পর্কে জানা যায় অনেক কম। তাই চরিত্রটিকে ভালোভাবে বুঝতে নন্দিতা ঘুরেছেন পাকিস্তানের পথে-প্রান্তরে, কথা বলেছেন সাফিয়ার বোনের সঙ্গে। সবশেষে তার কাছে মনে হয়েছে, সাফিয়া চরিত্রের জন্য রাসিকাই সবচেয়ে ভালো পছন্দ।


আরও পড়ুন : মধুরেণ!


‘মান্টো’ ছবিতে রাসিকা অভিনয়ও করেছেন চমৎকার। ফ্রান্সের ইংরেজি ভাষার গণমাধ্যমগুলো বলছে, কোনও কোনও জায়গায় নওয়াজকেও ছাড়িয়ে গেছেন এই অভিনেত্রী। তার অভিনয় দর্শককে আপ্লুত করেছে। তবে রাসিকা বলছেন অভিনয় নয়, সিনেমার গল্পটির জন্যই আপ্লুত হয়েছে দর্শক। পশ্চিমবাংলার প্রাদেশিক সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে রসিকা বলেন, ‘আসলে দেশভাগ এমন একটা বিষয় যা সব অনুভূতিশীল মানুষকে ঘা দেয়।’

বিজ্ঞাপন

আর সব ভারতীয়র মতো রাসিকাও ‘মান্টো’র প্রায় সব লেখাই পড়েছেন। বললেন, ‘সা’দত হোসেন মান্টোকে উপমহাদেশের দাঙ্গা ও দেশভাগের শ্রেষ্ঠ কথাকার বললেও কম বলা হবে। এতে কারও আপত্তি থাকারও কথা না। দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল মানুষের হাহাকার, দাঙ্গার আতঙ্ক, সাম্প্রদায়িকতার বিষাক্ত বিদ্বেষ এত নিপুণ দরদে আর কে-ই বা এভাবে দেখিয়েছেন।’


আরও পড়ুন : রাজকীয় বিয়ের চূড়ান্ত ক্ষণ


ভারতীয় একটি ইংরেজী দৈনিককে দেয়া আরেক সাক্ষাৎকারে রাসিকা বলেছেন, ‘মান্টোর মান্টো হয়ে উঠার পেছনে সাফিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি অভিনয়ের সময় সেটা অনুভব করার চেষ্টা করেছি। সর্বোপরি, এই সিনেমাটি করতে গিয়ে আমি দুজনকেই নতুন করে আবিস্কার করেছি।’

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন