বিজ্ঞাপন

‘মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো’

June 22, 2018 | 10:23 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মুক্তিযোদ্ধার চেতনা ও শিক্ষাকে মুছে ফেলার লক্ষ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের নাম মুছে ফেলার চেষ্টা করছে তৎকালীন কিছু শাসকগোষ্ঠী। কিন্তু তারা সফল হতে পারেনি।

শুক্রবার (২২ জুন) সন্ধ্যায় জাতীয় চিত্রশালা মিলানায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের উপর নির্মিত সহিদ রাহমানের গল্প মহামানব দেশে অবলম্বনে ‘চতুর্থ ও পঞ্চম কাহিনী চিত্র: সেদিন শ্রাবণের মেঘ ছিল’ এর প্রিমিয়ার শো ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেইদিন কোনো মামলা হয়নি। কিন্তু বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়েছেন। এখন অনেকেই বঙ্গবন্ধু হত্যা সাথে জড়িত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। সেটা যদি সম্ভব না হয় সেই ব্যক্তিদের যারা জড়িত ছিলো তাদের চেহারা উন্মোচন করতে হবে। দেশের জনগণের সামনে তাদের চেহারা প্রকাশ করতে হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৭০ বছরে আওয়ামী লীগ

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন