বিজ্ঞাপন

মুজিবের অভিষেক মানেই যেন রেকর্ড

April 8, 2018 | 5:09 pm

সারাবাংলা ডেস্ক 

বিজ্ঞাপন

ওয়ানডে অভিষেকেই গড়ে ফেলেছিলেন একটা ইতিহাস। সবচেয়ে কম বয়সে ওয়ানডে অভিষেকের কীর্তিটা নিজের করে নিয়েছিলেন মুজিব উর রেহমান। এরপর আইপিএলে তাঁকে দলে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এবার আইপিএল অভিষেকেই আরও একটা রেকর্ড গড়ে ফেললেন এই আফগান অফ স্পিনার। সবচেয়ে কম বয়সে আইপিএল অভিষেকের কীর্তি এখন মুজিবেরই। যে কোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড এখন তাঁর।

আফগানিস্তানের হয়ে যখন আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, মুজিবের বয়স কাগজে কলমে ১৭ও হয়নি। আজ আইপিএল খেলতে নামার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ১১ দিন। এর আগে রেকর্ডটা ছিল ভারতের সরফরাজ খানের, তাঁর অভিষেক হয়েছিল ১৭ বছর ১৭৭ দিন। তবে মুজিব একুশ শতকে জন্মানো প্রথম আইপিএল ক্রিকেটার।  উপলক্ষটা দারুণভাবে উদযাপন করেছেন মুজিব, নিজের তৃতীয় বলেই ফিরিয়ে দিয়েছেন দিল্লী ডেয়ারডেভিলসের  কলিন মানরোকে।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন