বিজ্ঞাপন

মেক্সিকোতে পাইপলাইনে বিস্ফোরণে মৃত ২১

January 19, 2019 | 12:43 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যে একটি পাইপলাইন বিস্ফোরণে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭১ জন। স্থানীয় সময় শুক্রবার (১৮ জানুয়ারি) টিলাহুয়েলিপান শহরে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

হিদালগো রাজ্যের গভর্নর ওমার ফায়াদ বলেন, পাইপলাইনটির একটি অংশ ফেটে সেখান থেকে তেল বের হচ্ছিল। স্থানীয়রা ওই তেল চুরি করার সময় সেখানে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়াদ।

বিজ্ঞাপন

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হিদালগোর টিলাহুয়েলিপান শহরের রাতের আকাশ ছেয়ে গেছে আগুনে। টুলা তেল পরিশোধনাগারের নিকটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার কিছুক্ষণ পরই হেলিকপ্টার দিয়ে এলাকাটি পরিদর্শন করেন ফায়াদ। তিনি স্থানীয়দের সাহায্য করার প্রতিশ্রুতি দেন।

কিভাবে পাইপলাইনটিতে ফাটল ধরেছিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মেক্সিকোর রাষ্ট্র পরিচালিত পেট্রোলিয়াম কোম্পানি পেমেক্স অতীতে বেশ কয়েকটি এমন ঘটনার শিকার হয়েছে। ২০১৩ সালে মেক্সিকো সিটির এক পাইপলাইন বিস্ফোরিত হয়ে অন্তত ৩৭ ব্যক্তির মৃত্যু হয়। ২০১২ সালে আরও এক বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান ২৬ ব্যক্তি।

সারাবাংলা/ আরএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন