বিজ্ঞাপন

মেক্সিকোয় ৭.২ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক

February 17, 2018 | 12:01 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পিনোটেপা ডি ডন লুইস রাজ্যে ৭.২ মাত্রার ভূমিকম্পে বেশ কিছু ঘর-বাড়ি স্থাপনা ভেঙ্গে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, বড় মাত্রার ভূমিকম্প হলেও এতে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্যাসিফিস সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা নেই।

ইউএস জিওলোজিকাল সার্ভের তথ্যে বলা হয়েছে দেশটির রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩৫০ কিলোমিটার দূরে ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ২৪.৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প শুরু হলে, হাজার হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। আতঙ্কও ছড়েয়ে পড়ে। এমনকি রাজধানীতেও কম্পন অনুভূত হয়। সকলে ঘরে বাইরে বেরিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। কেউ কেউ কান্নাও জুড়ে দেয়, এভাবেই খবরটি জানিয়েছে বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

লোকজন রাস্তায় নেমে আসায় গাড়ি চলাচল কিছুটা সময়ের জন্য বিঘ্নিত হয়। মেক্সিকো সিটি ছাড়াও দেশটির অন্তত ৫টি রাজ্যে কম্পন অনুভূত হয়। সে সব রাজ্যেও লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারাও ঘর-বাড়ি থেকে বেড়িয়ে আসেন, জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন