বিজ্ঞাপন

বৃষ্টিস্নাত সকাল

February 17, 2019 | 7:48 am

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজ্ঞাপন

সকাল হতে আকাশের মুখ গোমরা। গ্রুম গ্রুম করে আকাশে বাজছে দামামা। অবাক হওয়ার কিছু নেই এ ঘটনাটি কালকেই হওয়ার কথা ছিল। যেহেতু হয়নি আজ তো হবেই।

এরপর পুরো আঁধার করে ঝর ঝর করে নেমে গেল বৃষ্টি। এই বৃষ্টি কারো অজানা নয়। বসন্তের শুরুতেই এই বৃষ্টি আসলে শীতকে বিদায় দেয়। শীতের রুক্ষতা কাটাতে এই ঝঞ্ঝার একটু দরকার আছে বৈকি!

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ এলাকাতেই আজ বৃষ্টিতে হবে। রবিবার সকাল সকাল বৃষ্টি একটু ভোগান্তিই হয়ে গেল। চিন্তার বিষয় কিভাবে অফিস যাওয়া হবে আর কিভাবে কাজ করা হবে? বাচ্চারা স্কুলে যাবে কিভাবে?

বিজ্ঞাপন

ওদিকে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কমে যাবে খানিকটা। বাতাসও ঠাণ্ডার অনুভূতি খুব দিবে। তারপরেও এই বৃষ্টিটা খুব দরকার ছিল। এই বৃষ্টি যতই ভোগাক, কেউই এতে বিরক্ত না, বরং শুষ্ক প্রাণ সিক্ত হলো এই বারিধারায়।

নতুন জলের নতুন ছোঁয়ায় তৃপ্ত হোক প্রাণ। প্রকৃতির সঙ্গে হিল্লোল উঠুক জীবনেও। একটি নতুন কুঁড়ির মতো অঙ্কুরিত হোক এগিয়ে যাওয়ার সম্ভাবনাগুলোও।

শুধু বজ্রপাতের সময়টুকু বেঁচে থাকতে হবে। বাকি তো সুখে দুঃখে দিন দিব্যিই কেটে যাবে।

বিজ্ঞাপন

শুভ হোক বসন্ত বর্ষণের দিনটি।

সারাবাংলা/এমএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন