বিজ্ঞাপন

মেলায় জাহিদ নেওয়াজ খানের ‘মূর্তিকারিগর’

February 12, 2018 | 2:31 pm

স্টাফ করেসপন্ডেন্ট :

বিজ্ঞাপন

একুশে গ্রন্ধমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক জাহিদ নেওয়াজ খানের প্রথম উপন্যাস ‘মূর্তিকারিগর’। বইটি প্রকাশ করেছে আবিষ্কার প্রকাশনী।

‘মূর্তিকারিগর’ উপন্যাসে মূলত একটি নির্দিষ্ট সময়ে বেড়ে ওঠা এক প্রতিমাশিল্পীর কথা বলা হয়েছে, যাকে একাত্তরের এপ্রিল মাসে হত্যা করা হয়। রশিদ নামের সেই শিল্পীর হত্যাকাণ্ড উপন্যাসের অন্যতম উপজীব্য হলেও গল্পটি রশিদের জীবনকাহিনী না।

মূর্তিকারিগর’ উপন্যাসটি শেষ পর্যন্ত মানুষের মানবিকতা এবং অমানবিকতার গল্পে রূপান্তরিত হয়েছে। বাস্তব আর কল্পনার মিশেলে লেখক তুলে ধরেছেন একটি সময় এবং সেই সময়ের সমাজকে। ঐতিহাসিক সময়ের বর্ণনা আছে উপন্যাসে, আছে কিছু বাস্তব নাম। তবে এটি ইতিহাসভিত্তিক কোন গল্পও নয়।

বিজ্ঞাপন

মূর্তিকারিগর’ লেখকের প্রথম উপন্যাস হলেও জাহিদ নেওয়াজ খান লেখালেখি করছেন দীর্ঘ দিন ধরে। তার প্রকাশিত অনন্যা বইয়ের মধ্যে আছে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার প্রামাণ্য দলিল’, ‘গণজাগরণে উন্মোচিত মুখোশ’, ‘মোবাইল যুগে সাংবাদিকতা’।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন