বিজ্ঞাপন

মেসবাহ য়াযাদের ‘পোস্টমর্টেম’ মেলায়

February 26, 2018 | 5:11 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

মানুষের জীবন কতই না ঘটনাবহুল। শিশুকাল- কৈশোর-যৌবনে ঘটে যাওয়া বিভিন্ন মজার, কষ্টের-আনন্দের, পাওয়া- না পাওয়া, প্রেম-বিরহ, স্মৃতি আর ব্যক্ত-অব্যক্ত হাজারও ঘটনা রয়েছে সবার জীবনে। সেসব ঘটনা কেউ মনে রাখে। কেউ হৃদয়ের গহীনে পুষে রাখে। বিষণ্ণ দুপুর বা অলস বিকেলে মনের মাঝে তা কখনো-সখনো উঁকি মারে। কেউ কেউ সেসব স্মৃতি বয়ে বেড়ায় প্রতিনিয়ত।

তেমন একজন ‘আনন্দ’। এ আনন্দ হচ্ছেন আপনি, আমি বা আমাদের যে কেউ। তার জীবনের যত ঘটনা আর অঘটনের বর্ণনার লিখিত দলিল যেন ‘পোস্টমর্টেম’।

জীবনের এই কাটা-ছেঁড়ার গল্প নিয়েই অমর একুশে গ্রন্থমেলায় এসেছে মেসবাহ য়াযাদের ‘পোস্টমর্টেম’। এটি মেসবাহ য়াযাদের প্রথম প্রকাশনা। প্রকাশ করেছে ভাষাচিত্র। পৃষ্ঠা সংখ্যা ১৪৪। দাম ২৭০ টাকা। মেলায় পাওয়া যাবে—৫৮৫, ৫৮৬, ৫৮৭ স্টল নম্বর। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী বিপুল শাহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন