বিজ্ঞাপন

মোহামেডানের সামনে মেরিনার্স, বাংলাদেশ এসসি আর ওয়ারীর জয়

May 22, 2018 | 10:20 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: ছয় বছর পরে হলেও ঢাকা আবাহনীকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার হকি লিগের শীর্ষে জায়গা করে নিয়েছে। দ্বৈরথ সামনে অপেক্ষা করছে আরও। উড়ন্ত জিমিদের সামনে এবার হাইভোল্টেজ মেরিনার ইয়াংস ক্লাব। মতিঝিলের ডার্বি বলা যায় যাকে।

এদিকে পয়েন্ট টেবিলের পাঁচে থাকার লড়াই চলছে। মঙ্গলবার (২২ মে) প্রথম খেলায় ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে বাংলাদেশ এসসি।

গুলিস্তাস্থ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ২-১ ব্যবধানে হারিয়ে আশা জিইয়ে রেখেছে এসসি। দলের হয়ে দুটি গোল করেন যাভিন্দর সিং ও ইকবাল নাদির প্রিন্স। ঢাকা ওয়ান্ডরার্সের একমাত্র গোলদাতা মুস্তাফিজুর রহমান লালন।

বিজ্ঞাপন

দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ওয়ারী ক্লাব। ৫-২ গোল ব্যবধানে আজাদ এসসিকে হারিয়েছে দলটি। ওয়ারীর পক্ষে গোল দুটি গোল করেন বিল্লাল হোসেন। একটি করে গোল আসে নেপুনি নিতিশ সুপ্রজিত ও নিজামের স্টিক থেকে। আজাদের পক্ষে গোল দুটি করেন জিসান ও দেবাশীষ।

বুধবার (২৩ মে) লিগের অন্যতম আকর্ষণীয় ম্যাচটি হতে যাচ্ছে। মোহামেডানের সামনে লিগের অন্যতম দাবিদার মেরিনার্স। বিকাল চারটায় একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে। আরেক ম্যাচে দুপুর দুইটায় সাধারণ বীমার সামনে পুলিশ ক্লাব।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন