বিজ্ঞাপন

‘মোংলা ও বুড়িমারী বন্দরে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে’

September 23, 2018 | 1:01 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর ও কাস্টমস এবং বুড়িমারী স্থল বন্দরে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে দাবি করেছে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে সংগঠনটি।

সম্মেলনে এ দুটি বন্দর ও কাস্টমসের বিষয়ে প্রতিষ্ঠানটির করা গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এখানে দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যক্রম আরও জোরদার করা দরকার।

তিনি বলেন, ‘পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে দুর্নীতি বন্ধ হয়েছে কিন্তু দুর্নীতিবাজরা শাস্তি পায়নি। আমাদের দেশেও এমন নজির দরকার।’

টিআইবির গবেষণায় বলা হয়, এ দুটি বন্দরে পণ্য আমদানি-রফতানিতে সবগুলো ধাপেই  নিয়ম বহির্ভূতভাবে আর্থিক লেনদেন হয়। গত এক বছরে মোংলা কাস্টমসে এ লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৫ কোটি ৬৯ লাখ টাকা। আর মোংলা বন্দরে লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৬১ লাখ টাকা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি কমবে না যদি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত না নেওয়া হয়।’

সারাবাংলা/এমএস/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন