বিজ্ঞাপন

মোদির মাথায় দলিতবিরোধী চিন্তা ঘোরাফেরা করে: রাহুল গান্ধী

August 10, 2018 | 5:43 pm

।। শুভজিৎ পুততুণ্ড ।।

বিজ্ঞাপন

কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলিতবিরোধী। তার মাথায় দলিতবিরোধী চিন্তাভাবনা ঘোরাফেরা করে। বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লির দলিত সংগঠন ‘মহাদিকা সংরক্ষণ বিকাশ সমিতি’র সভায় যোগ দিয়ে একথা বললেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রীর মনে যা থাকবে সেই অনুযায়ী নীতি তৈরি হবে, এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রীর মনে দলিতবিরোধী চিন্তাভাবনা ঘোরাফেরা করছে। মোদির জমানায় শিক্ষা ও প্রগতিতে দলিতদের কোনও জায়গা নেই। আওয়াজ তুললেই রোহিত ভেমুলাদের মতো মানুষদের পেটানো হয়।’

রাহুল অভিযোগ করেন, দলিতদের উৎপীড়ন থেকে রক্ষার আইন ভারতে এনেছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই আইনকে লঘু করে দিয়েছে মোদি সরকার। কিত কংগ্রেস দলিত মানুষদের পাশেই থাকবে। আইন রক্ষা করবে কংগ্রেস। ক্ষমতায় এলে আইন সংশোধন করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ‘রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়া যাবে না’

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন