বিজ্ঞাপন

মোবাইলের পাসওয়ার্ড না দেওয়ায় স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ

January 18, 2019 | 3:46 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

মোবাইলের পাসওয়ার্ড না দিয়ে তর্ক করার কারণে স্বামী দেদি পুরনামাকে (২৬) আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার স্ত্রী ইলহাম চাহায়নি (২৫)-এর বিরুদ্ধে। ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা টেনগারা প্রদেশের পূর্ব লমবক এলাকাতে এ ঘটনা ঘটেছে।

ডেইলি মেইল পত্রিকা সুত্রে জানা যায়,ঘটনার দিন পুরনামা নিজের ঘরের ছাদের টাইলস মেরামতের কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী ইলহাম তার কাছে মোবাইলের পাসওয়ার্ড চাইতে গেলে স্বামী তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তর্কের এক পর্যায়ে ইলহাম স্বামীর দিকে পেট্রোল ছুড়ে মেরে আগুন জ্বালিয়ে দেয়। অগ্নিদগ্ধ পুরনামাকে হাসপাতালে নেওয়া হলে দুদিন পর তার মৃত্যু হয়।

পূর্ব লমবক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউগি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুরনামা ছাদ থেকে নেমে আসে ও স্ত্রীকে আঘাত করে। এ সময়ে স্ত্রী ইলহাম চাহায়নি পেট্রোল ভর্তি একটি বোতল স্বামীর দিকে ছুড়ে মারে ও তাতে আগুন লাগিয়ে দেয়।

বিজ্ঞাপন

এছাড়া মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, ইলহাম চাহায়নিকে গ্রেফতার করে পূর্ব লমবক পুলিশ থানাতে রাখা হয়েছে।

ওজি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আগুনের শিখা দেখতে পেয়ে তিনি পুরনামা দম্পতির বাড়ির দিকে ছুটে যান এবং সেখান থেকে পুরনামাকে বের করে নিয়ে আসেন।

সারাবাংলা/এসবি/এমআই

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন