বিজ্ঞাপন

মোরেলগঞ্জে কৃষক হত্যা, ২৫ জনকে আসামি করে মামলা

June 20, 2018 | 6:05 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে মোকলেছুর রহমান হাওলাদার (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে কুপিয়ে হত্যা করার দু’দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী তাসলিমা বেগমের মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গত রবিবার (১৭ জুন) বেলা সাড়ে ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়। সেদিন বেলা ১১টার দিকে উপজেলার চরহোগলাবুনিয়া গ্রামে নিজ বাড়ির অদূরে তাকে পিটিয়ে-কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। মৃত মোকলেছুর রহমান উপজেলার চরহোগলাবুনিয়া গ্রামে করিম চৌকিদারের ছেলে।

নিহতের স্ত্রী তাছলিমা বেগম বলেন, ‘জমিজমা নানা বিষয় নিয়ে আপন ভাই, সৎভাইসহ প্রতিবেশী অনেকেরে সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। ওই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয়েছে।’

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান মিন্টু জানান, পূর্ব শত্রুতার কারণে মোকলেছুর রহমানকে হত্যার অভিযোগে করে মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত চলছে।

মোরেলগঞ্জ থানা ওসি (তদন্ত) আলমগীর কবির বলেন, ‘আসামিদের গ্রেফতারের জন্য এলাকায় পুলিশের অভিযান চলছে।’

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন