বিজ্ঞাপন

ম্যানচেস্টার ইউনাইটেডে চিলির তারকা সানচেজ

January 23, 2018 | 1:41 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

আর্সেনাল ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। ম্যানচেস্টার ইউনাইটেড চিলিয়ান এ তারকাকে দলে নেওয়ার কথা তাদের ওয়েবসাইটে জানিয়েছে। এমিরেটস স্টেডিয়ামের ক্লাবটি ছেড়ে ৪ বছরের জন্য ইউনাইটেডের সঙ্গে যুক্ত হয়েছেন সানচেজ।

এদিকে, চুক্তির অংশ হিসেবে হেনরিখ মিখিতারিয়ানকে আর্সেনালকে দিয়ে দিচ্ছে ইউনাইটেড।

বিজ্ঞাপন

গত গ্রীষ্মের দল-বদলের বাজারে ম্যানচেস্টার সিটিতে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন সানচেজ। শেষ পর্যন্ত সেটা আর বাস্তবে রূপ নেয়নি। সেই সুযোগ নিয়ে ২৯ বছর বয়সী সানচেজকে দলে ভেড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোর ক্লাবটিতে সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতন পাওয়ার কথা রয়েছে তার।

বাংলাদেশ-জিম্বাবুয়ে লাইভ ম্যাচ দেখুন এখানে

বিজ্ঞাপন

বার্সেলোনার পর ২০১৪ সালে আর্সেনালে যোগ দেন সানচেজ। আর্সেন ওয়েঙ্গারের ক্লাবটিতে মোট ৮০ গোল করেন তিনি। ক্লাবটির হয়ে দুটি এফএ কাপসহ মোট তিনটি শিরোপা জিতেছেন চিলিয়ান এ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৩০ গোল করেছিলেন তিনি। এবার ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে ৭ নম্বর জার্সিতে খেলতে দেখা যাবে সানচেজকে।

অন্যদিকে, ২০১৬ সালের জুলাইয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইউনাইটেডে যোগ দেওয়া মিখিতারিয়ান ক্লাবটির হয়ে গত মৌসুমের ইউরোপা লিগসহ মোট তিনটি শিরোপা জিতেছেন। এই সময়ে রেড ডেভিলদের হয়ে মোট ৬৩ ম্যাচে ১৩ গোল করেছেন আর্মেনিয়ার এই ফরোয়ার্ড।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন