বিজ্ঞাপন

ময়মন‌সিংহে ‘বন্দুকযু‌দ্ধে’ মাদক বিক্রেতা নিহত

July 4, 2018 | 9:26 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জালাল নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মাদক বিক্রেতা জালালের বিরুদ্ধে মাদক, হত্যাসহ ৬টি মামলা রয়েছে।

বুধবার (৪ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক জুয়েল এবং কনস্টেবল ফজলুল হক আহত হন। তাদের ময়মনসিংহ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ভালুকার হবিরবাড়ির খন্দকার পাড়া এলাকায় মাদক বিক্রেতারা মাদকের টাকা ভাগাভাগি করছে এমন সংবাদে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাথাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক বিক্রেতা জালালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন