বিজ্ঞাপন

যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত রুখতে গণস্বাক্ষর

January 14, 2018 | 4:21 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : ঐতিহাসিক যশোর রোডের প্রায় আড়াই হাজার শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে প্রতিবাদের ঝড়। পত্রপত্রিকায় প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এ সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে ‘সেভ ট্রিজ অন যশোর’ শিরোনামে অনলাইনে গণস্বাক্ষর নেওয়া ‍শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ১৩ হাজার মানুষ এতে স্বাক্ষর করেছেন।

প্রতিবাদকারীরা বলছেন, যশোর রোডের ভারতীয় অংশের রাস্তা চার লেনের কাজ হয়েছে গাছ না কেটেই। তাই প্রকৃতির দান গাছগুলোকে রেখেই সেখানে রাস্তা সংস্কার করে চার লেনে উন্নীত করার আহ্বান জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

গত সপ্তাহে যশোর-বেনাপোল মহাসড়ক চারলেনে উন্নীত করতে দুই পাশের ২ হাজার ৩১২টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন